Rohit Sharma: ছোট্ট ছোট্ট জিনিসের আনন্দ, মেয়ের সঙ্গে আদুরে ছবি শেয়ার করলেন রোহিত
Rohit Sharma Picture: রোহিতের পোস্ট করা ছবিতে এক জলাশয়ের ওপর এক ব্রিজে রোহিত ও তাঁর মেয়ে সামাইরাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষ হয়েছে বেশ কয়েকদিন আগে। ফাইনালের প্রায় মাসখানেক পর ১২ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) তিন ফর্ম্যাটের সিরিজে মুখোমুখি হবে ভারতীয় দল (Indian Cricket Team)। তবে সেই সিরিজ শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। সেই সুযোগে ভারতের তারকা ক্রিকেটারদের অনেকেই বর্তমানে 'হলিডে মোডে'।
মেয়ের সঙ্গে মিষ্টি ছবি
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma) ছুটি কাটাতে ব্যস্ত। পরিবারের সঙ্গে সময় কাটানোর ফাঁকে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও আপলোড করেছেন রোহিত। সম্প্রতি ফের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছন ভারতীয় দলের অধিনায়ক। মেয়ে সামাইরার সঙ্গে সেই ছবির ক্যাপশনে রোহিত লেখেন, 'ছোট্ট ছোট্ট জিনিসের আনন্দ।' ছবিটিতে একটি জলাশয়ের উপরে একটি ব্রিজ দাঁড়িয়ে রোহিত ও তাঁর মেয়ে সামাইরাকে একটি হাঁসের দিকে চেয়ে থাকতে দেখা যাচ্ছে। বাবা-মেয়ের এই মিষ্টি ছবিটি কিন্তু নেটিজেনদের বেশ মনে ধরেছে।
রোহিতের পাশে স্মিথ
প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরাজয়ের পর রোহিতের অধিনায়কত্ব বেশ সমালোচনার সম্মুখীন হয়েছে। অনেকেই তাঁর ব্যাটিং ফর্ম নিয়েও প্রশ্ন তুলছে। তবে এমন পরিস্থিতিতে রোহিতের পাশেই দাঁড়িয়েছেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রেম স্মিথ। স্মিথের মতে রোহিতকে ফর্মে ফেরার জন্য কেবল একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন, তাহলেই মানসিকভাবে পুনরুজ্জীবিত হয়ে ফর্মে ফিরতে পারবেন তিনি।
স্মিথ বলেন, 'অধিনায়ক হিসাবে সবথেকে বড় চ্যালেঞ্জগুলির অন্যতম হল নিজের পারফরম্যান্স ধরে রাখা। অধিনায়কের ওপর থেকে চাপ কোনসময়েই কমে না। রোহিতের খানিকটা বিশ্রামের প্রয়োজন। ওর নিজে ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না। আইপিএলের বিগত কয়েক মরশুম এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখলেই তা বোঝা যাবে।'
তিনি আরও যোগ করেন, 'নিজে ভাল পারফর্ম করতে পারলে বাকি বিষয়গুলি সামলাতেও অনেকটা সুবিধা হয়। কেউ ওর অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করছে না। কেবল ওর নিজের ব্য়ক্তিগত পারফরম্যান্সটাই চিন্তার বিষয়। ও যদি পরপর বেশ কয়েকটি ভাল ইনিংস খেলতে পারে, তাহলে ওর ওপর থেকে চাপটা অনেকটাই কমে যাবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?