Ravindra Jadeja: ওয়ান ডে ফর্ম্যাটেও সময় ফুরলো জাডেজার? বোর্ডের নজরে এখন এই ২ অলরাউন্ডার
Ravindra Jadeja Update: তবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর কিন্তু বলছে অন্য কথা। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর এমনিতেই অনেক কিছু রদবদল হওয়া শুরু হয়ে গিয়েছে।
মুম্বই: রোহিত-বিরাটের পদাঙ্ক অনুুসরণ করে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন। কুড়ির ফর্ম্য়াটে বিশ্বজয়ের পরই এই সিদ্ধান্ত নিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। বলেছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্য়াটে শুধু আইপিএলের মঞ্চেই খেলবেন। তবে ওয়ান ডে ও টেস্টে নিজেকে এখনও দেশের জার্সিতে দেখতে চান সৌরাষ্ট্রের এই অলরাউন্ডার। তবে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর কিন্তু বলছে অন্য কথা। গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর এমনিতেই অনেক কিছু রদবদল হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার শােনা যাচ্ছে যে জাডেজাকে নাকি আর ওয়ান ডে ফর্ম্য়াটের জন্য়ও ভাবতে চাইছে না বোর্ড ও টিম ম্যানেজমেন্ট।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে দল ঘোষণা করেছে বিসিসিআই। কিন্তু সেই দলে জায়গা হয়নি রবীন্দ্র জাডেজার। অথচ ২০১৫, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপের ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাডেজা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। কিন্তু তার আগে জাডেজাকে এভাবে স্কোয়াডের বাইরে রাখা থেকে আন্দাজ পাওয়া যাচ্ছে যে জাডেজা হয়ত ওয়ান ডে স্কোয়াডে রাখার কথা ভাবছে না টিম ম্য়ানেজমেন্ট। সেক্ষেত্রে সূত্রের খবর, টিম ম্য়ানেজমেন্ট অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দরকে বিকল্প হিসেবে ভাবতে চাইছে। অক্ষর টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলে ছিলেন। ফাইনালে গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন। ক্রমেই দলে ভরসার পাত্র হয়ে উঠেছেন তিনি। সুন্দরকে শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি ও ওয়ান ডে দুটো ফর্ম্য়াটেই রাখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা জানিয়েছেন, ''আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র ছয়টি ওয়ান ডে ম্য়াচ রয়েছে ভারতের। তার মধ্যে তিনটি শ্রীলঙ্কার বিরুদ্ধে। তাই নির্বাচকরা সুন্দর ও অক্ষরকে পর্যাপ্ত সময় দিতে চাইছে টুর্নামেন্টের আগে।'' সেই বোর্ড কর্তা আরও জানিয়েছেন, ''জাডেজার পারফরম্য়ান্সে কোনও ত্রুটি নেই। কিন্তু বোর্ড ও নির্বাচকরা ভবিষ্যতের কথা ভাবতে চাইছে। তার জন্যই নতুন মুখদের পর্য়াপ্ত সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে।'' তবে টেস্টে ভারতীয় দলের সঙ্গে যে অটোমেটিক চয়েস জাডেজা, সে কথাও উল্লেখ করেছেন ওই বোর্ড কর্তা।
২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে মোট ১৯৭টি ওয়ান ডে ম্য়াচে খেলেছেন জাডেজা। ২৭৫৬ রান করেছেন ব্যাট হাতে। ঝুলিতে পুরেছেন ২২০ উইকেট। শুধু ব্যাটিং- বোলিং নয়। ফিল্ডিংয়েও বিশ্বের অন্য়তম সেরা এই ক্রিকেটার। তবে বয়স ৩৫ পেরিয়েছে এই অলরাউন্ডারের। তাই হয়ত নির্বাচকরা আর ওয়ান ডে দলের জন্যও জাডেজাকে ভাবতে চাইছেন না।