Shaktikanta Das : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারির পদ পেলেন এই ব্যক্তি, আগে ছিলেন বড় পদে
PM Modi : এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) প্রিন্সিপাল সেক্রেটারির পদে বসছেন এই ব্যক্তি। আগে আরবিআইয়ের প্রাক্তন গভর্নর পদের দায়িত্ব সামলেছেন তিনি।

PM Modi : রিজার্ভ ব্য়াঙ্কের (RBI) বড় পদ থেকে অবসরের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) প্রিন্সিপাল সেক্রেটারির পদে বসছেন এই ব্যক্তি। আগে আরবিআইয়ের প্রাক্তন গভর্নর পদের দায়িত্ব সামলেছেন তিনি। আর কেউ নয়, ইনি হলেন শক্তিকান্ত দাস (Shaktikanta Das)।
এখন তাহলে দু-জন প্রিন্সিপাল সেক্রেটারি ?
বর্তমানে প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নর শক্তিকান্ত দাসকে সরকারের বিজ্ঞপ্তি অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিন্সিপাল সেক্রেটারি নিয়োগ করা হয়েছে। ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং (DoPT) এই নিয়োগের অর্ডার প্রকাশ করেছে। ক্যাবিনেট কমিটির ছাড়পত্রের পরই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে। ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি জানিয়েছে, এই অর্ডারের সঙ্গে সঙ্গে শক্তিকান্ত দাস প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি হবেন। এর আগে পিকে মিশ্রা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রীর এই দায়িত্ব পেয়েছেন।
কেন শক্তিকান্ত দাসকে বাছা হল
ক্য়ারিয়ার গ্রাফ বলছে, গত ৬ বছর ধরে শক্তিকান্ত দাস আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। তাঁকে ওই পদে তিন বছরের এক্সটেনশন দেওয়া হয়েছিল। তিনি ১৯৮০-ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের প্রাক্তন আইএএস অফিসার। ২০১৮ সালের ডিসেম্বরে আরবিআইয়ের গভর্নরের দায়িত্ব পান দাস। আরবিআইয়ের গভর্নর হিসাবে তাঁর মেয়াদ চলাকালীন তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তা সহ অনেক চ্যালেঞ্জের মধ্যে কেন্দ্রীয় ব্যাঙ্কের দায়িত্ব সামলান। কোভিড -19 মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো সময়েও ভারতের অর্থনৈতিক উন্নতির অন্যতম কান্ডারি ছিলেন তিনি।
নীতি আয়োগের সিইওর পদের মেয়াদ বাড়ানো হয়েছে
আরও একটি ঘোষণা হয়েছে সম্প্রতি। যেখানে বলা হয়েছে, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের মেয়াদ বাড়ানো হয়েছে। বিভিআর ১৯৮7 সালের ব্যাচের একজন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ (আইএএস) অফিসার- ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দু'বছরের জন্য তিনি নীতি আয়োগের সিইও নিযুক্ত হন।
শক্তিকান্ত দাসের পর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদের দায়িত্ব সামলান সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের একজন 1990 ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) অফিসার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। 33 বছরেরও বেশি বিশিষ্ট পরিষেবার সাথে, শ্রী মালহোত্রা শক্তি, অর্থ ও কর, তথ্য প্রযুক্তি এবং খনি সহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
