Panagarh Accident: মত্তদের দৌরাত্ম্য-ধাওয়ায় মর্মান্তিক মৃত্যু তরুণীর! 'এ কী হল আমার'... শোকে পাথর মা-পরিজনেরা
গতরাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন।

সমীরণ পাল এবং মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: চন্দননগর থেকে গয়ায় যাওয়ার পথে, পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে গাড়ি নিয়ে গাড়িকে ধাওয়া। মহিলা যাত্রীকে কটূক্তি, অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগ।
গতরাতে চন্দননগরের বাসিন্দা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায় তাঁর ৩ সহকর্মীকে নিয়ে গয়ায় যাচ্ছিলেন। গাড়ি চালকের অভিযোগ, বুদবুদে পেট্রোল পাম্পে জ্বালানি ভরার পর থেকেই পিছু নেয় আরেকটি গাড়ি। ওই গাড়িতেও ৫ জন ছিল। যুবতীকে কটূক্তি করার পাশাপাশি, ওই গাড়িটি দু’বার তাঁদের গাড়িকে ধাক্কা মারে, অভিযোগ চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি, দাবি চালকের। হাসপাতালে নিয়ে গেলে ওই যুবতীকে মৃত বলে ঘোষণা করা হয়। দুটি গাড়িই বাজেয়াপ্ত করেছে কাঁকসা থানার পুলিশ, অভিযুক্তরা অধরা।
এদিকে, মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ মেয়ের মা। পানাগড়কাণ্ডে মৃত ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের বাড়ি চন্দননগরে। শোকে পাথর সুতন্দ্রার মা। কিছুদিন আগেই মৃত্যু হয়েছে তাঁর স্বামীর। এবার হারালেন মেয়েকে।
এক আত্মীয়ের কথায়, 'কিছুদিন আগেই ওঁর বাবা মারা গিয়েছে। মেয়েটা নাচের অনুষ্ঠান করতে বাইরে বাইরে যেত। ওঁর সঙ্গে আরও বন্ধুবান্ধবও থাকত। আগে আগে তো প্রচুর যেত। ইদানিং কমিয়ে দিয়েছে। দু'মাস আগে ওঁর মায়ের গলস্টোন অপারেশন হয়েছে। বাড়িতে একটা টালমাটাল পরিস্থিতি। এরই মাঝে এটা যে কী হয়ে গেল।'
আরও পড়ুন, শহরে জোড়া দুর্ঘটনা! বাসের রেষারেষি চরমে, ধাক্কায় মৃত্যু এক মহিলার, আহত আরেক মহিলা
চালকের কথায়, 'গাড়িটা পেট্রল পাম্প থেকে পিছনে পড়েছিল। ডানদিকের ইন্ডিকেটর দিয়ে বাঁ দিকে যাচ্ছিল। কোনও আবার উল্টোটা করছিল। অনেকসময় সামনে এগিয়ে যাচ্ছিল। আবার আমাকে হাত দেখিতে সাইডও দিচ্ছিল। আমি তখন আগে এগিয়ে যাই। সেই সময়ই আমাকে ডানদিকে বাম্পারে মারে। আমরা খুব ভয় পেয়ে যাই। তখন আমি সার্ভিস লেন ধরতে যাই তখন আবার ধাক্কা মারে। সেই সময় আমার গাড়ির টায়ার বার্স্ট করে গাড়িটা উল্টে যায়। গাড়ির মধ্যে লক হয়ে যাই। নিরাপত্তার অভাব বোধ করছিলাম'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
