IND vs NZ: ঠিক কী কারণে হারতে হল ভারতকে দ্বিতীয় ম্য়াচে? সাংবাদিক বৈঠকে কী বললেন দুশখাতে?
IND vs NZ ODI: ম্যাচে নীতীশ রেড্ডিকে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে। কিন্তু রেড্ডি ব্যাট হাতেও রান পাননি। বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেননি।

রাজকোট: নিউজিল্য়ান্ডের (IND vs NZ) বিরুদ্ধে রাজকোটে ঠিক কেন হারতে হল ভারতীয় ক্রিকেট দলকে (India Cricket Team)? ঠিক কোথায় ভুল হয়েছে গিল ব্রিগেডের? ২৮৫ রান তাড় করতে নেমে ৪৮ ওভারের মধ্য়েই ম্য়াচ জিতে যায় কিউয়ি বাহিনী। ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় তারা। ড্যারেল মিচেলের দুরন্ত অপরাজিত শতরান ও উইল ইয়ংয়ের অর্ধশতরান ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়।
ম্যাচে নীতীশ রেড্ডিকে খেলানো হয়েছিল ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে। কিন্তু রেড্ডি ব্যাট হাতেও রান পাননি। বল হাতেও কার্যকরী ভূমিকা নিতে পারেননি। এই পরিস্থিতিতে রেড্ডিকে খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল বলেই মনে করেন দুশখাতে। গম্ভীরের সহকারী কোচ বলছেন, ''আমরা সবাই জানি যে আয়ুশ বাদোনি স্কোয়াডে এসেছিল একেবারে শেষ মুহূর্তে। আমরা ভেবেছিলাম ওয়াশি যখন নেই, তখন নীতীশই হয়ত এই উইকেটে সেরা বিকল্প হবে। কিন্তু কিউয়ি স্পিনাররা যেভাবে বোলিং করেছে, তাতে একটা বিষয়ই পরে আমাদের মনে হয়েছে যে আরও একজন স্পিনার আমরা খেলাতেই পারতাম। দল নির্বাচনেই কোথাও ভুল হয়ে গিয়েছিল আমাদের।''
কিউয়ি স্পিনারদের মধ্যে ক্যাপ্টেন মাইকেল ব্রেসওয়েল ১০ ওভারে ৩৪ রানের বিনিময়ে এক উইকেট তুলে নিয়েছিলেন। বাঁহাতি স্পিনার অভিষেক ম্য়াচে ১০ ওভারে ৪২ রান খরচ করে হর্ষিত রানার উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে ভারতীয়দের মধ্যে রবীন্দ্র জাডেজা নিজের আট ওভারে ৪৪ রান খরচ করকেছিলেন। বাঁহাতি চায়নাম্য়ান কুলদীপ যাদব ১০ ওভারে ৮২ রান খরচ করেছিলেন। শুধুমাত্র ইয়ংয়ের উইকেট নিয়েছিলেন। অন্য়দিকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ রেড্ডি মাত্র ২ ওভার বলে করে ১৩ রান খরচ করেছিলেন। কোনও উইকেট পাননি।
কিউয়ি দলের পারফরম্য়ান্সে অবাক সুনীল গাওস্কর
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হার যেন মানতেই পারছেন না সুনীল গাওস্কর। কিংবদন্তি ভারতীয় ওপেনার রাজকোট ম্য়াচের পর জানিয়েছেন, ''আমি সত্যিই অবাক হয়েছি যেভাবে নিউজিল্যান্ড দল পারফর্ম করেছে রাজকোটে তা দেখে। ওঁরা ব্যাটিং যখন শুরু করল, তখন অনেকেই মনে করেছিল যে ভারতীয় দলের বোলাররা হয়ত আটকে দিতে পারবে কিউয়ি ব্যাটারদের। কিন্তু তারা পারেনি। উল্টো ঠাণ্ডা মাথায় ম্য়াচ বের করে দিয়েছে নিউজিল্য়ান্ড। আর অবশ্যই ড্যারেল মিচেলের প্রশংসা আলাদা করে বলতেই হয়। ভেবেছিলাম ২৬০-২৭০ এর মধ্যে কিউয়িদের আটকে দিতে পারবে ভারতীয় ক্রিকেট দল।''




















