Rohit Sharma: নিজে রান পাওয়ার থেকেও গুরুত্বপূর্ণ দলের ট্রফি জেতা: রোহিত
ICC Champions Trophy: ধোনির পর প্রথম কোনও ভারতীয় অধিনায়ক যিনি দুটো আইসিসি ট্রফি জিতেছেন। তবে নিজে ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা।

মুম্বই: অধিনায়ক হিসেবে সাদা বলের ফর্ম্য়াটে দুর্দান্ত সাফল্য পেয়েছেন গত দু বছরে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জয় ও এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয়। ধোনির পর প্রথম কোনও ভারতীয় অধিনায়ক যিনি দুটো আইসিসি ট্রফি জিতেছেন। তবে নিজে ব্যাট হাতে সাম্প্রতিক সময়ে একেবারেই ছন্দে নেই রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এই মরশুমে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন হিটম্য়ান। কিন্তু সেখানেও ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারছেন না। তবে তা নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ মুম্বইকর। তিনি মনে করেন নিজে রান করার থেকে দলের ট্রফি জেতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাইকেল ক্লার্কের পডকাস্টে এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন রোহিত। কী বলছেন?
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অনুভূতি কেমন ছিল? এই প্রশ্নের উত্তরে রোহিত বলেন, ''সময়টা আমাদের একেবারেই ভাল যাচ্ছিল না। ঘরের মাঠে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে হয়েছিল। এরপর অস্ট্রেলিয়াতেও বর্ডার গাওস্কর ট্রফি হারতে হয়েছে। মনোবল ভেঙে গিয়েছিল অনেকের। কিন্তু সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি। আমরা আসলে ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম ভীষণভাবে।''
রোহিত আরও বলেন, ''আমাদের দলে সব প্লেয়ারদের নিজেদের কাজ ও দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। কী করতে হবে, কখন করতে হবে, সবাই জানেন খুব ভাল মতই। আমাদের মধ্যে তা নিয়ে আলোচনাও হত। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের যে দল ছিল, প্রায় সেই দলটাই ধরে রাখার চেষ্টা করেছিলাম আমরা। আমার মনে হয়েছিল যে ওয়ান ডে বিশ্বকাপে আমরা যথেষ্ট ভাল খেলেছি। তাই দল বদল করার কোনও চিন্তাভাবনা ছিল না। যদিও চোটের জন্য বুমরাকে আমরা পাইনি টুর্নামেন্টে।''
নিজের পারফরম্য়ান্স নিয়ে কথা বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেন, ''দিনের শেষে এটা একটা দলগত খেলা। এখানে ব্যক্তিগত পারফরম্য়ান্স নিয়ে আলোচনার জায়গা নেই। দলের জয়ই আসল। শুরুর দিকে সবাই রান করতে চায়, উইকেট নিতে চায়। আমিও চাইতাম। নিজের ওপর চাপ নিতে চাইতাম। কিন্তু যত সময় এগােয়, অভিজ্ঞতা বাড়ে তখন মনে হয় ব্যক্তিগত রানের থেকে দলের জয়ই আসল। নিজের পারফরম্য়ান্সের থেকে দলের ট্রফি জয়টাই আসল লক্ষ্য থাকে সবার।''
আরও পড়ুন: রুদ্ধশ্বাস সুপার ওভারে রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল দিল্লি




















