Indian Cricket Team: রামধনুর দেশে নামতেই মুষলধারে বৃষ্টি, ট্রলি মাথায় নিয়েই ছুট লাগালেন যশস্বীরা
IND vs SA: ১০ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ় দিয়ে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর শুরু হচ্ছে।
ডারবান: রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।
সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার এদেশ থেকে দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ক্লিপিংস দেখা যাচ্ছে। ওই ভিডিওতেই দেখা যায় ভারতীয় দলকে স্বাগত জানাতে ডারবান বিমানবন্দরে প্রচুর লোক জমা হয়েছিল। তবে বিমানবন্দর থেকে বাসে ওঠার সময়ই বৃষ্টির কবলে টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই যশস্বীরা ট্রলি মাথায় নিয়েই জোর দৌড় লাগালেন।
South Africa bound ✈️🇿🇦#TeamIndia are here 👌👌#SAvIND pic.twitter.com/V2ES96GDw8
— BCCI (@BCCI) December 7, 2023
টিম হোটেলে পৌঁছতে অবশ্য ভারতীয় স্টাইলে ধুমধাম করে টিম ইন্ডিয়াকে স্বাগত জানানো হয়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), রাহুল দ্রাবিড়রা হাসিমুখেই ফ্রেমবন্দি হন। ভিডিওটির একেবারেই শেষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হওয়া সূর্যকুমার যাদব সকলকে দক্ষিণ আফ্রিকায় স্বাগতও জানান।
নির্বাচিত টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ঈশান কিষাণ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার, মহম্মদ শামি*, যশপ্রীত বুমরা (সহ অধিনায়ক) ও প্রসিদ্ধ কৃষ্ণ।
টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।
ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচকদের পরিকল্পনায় নেই কোহলি?