IND vs ZIM: বিশ্বকাপ জিতে রোহিতদের দেশে ফেরার আগেই জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিল আরেক টিম ইন্ডিয়া
Indian Cricket Team: বিসিসিআইয়ের তরফে জিম্বাবোয়ে সফরের উদ্দেশে রওনা হওয়া টিম ইন্ডিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
মুম্বই: সপ্তাহান্তে বিশ্বজয়ের পর এখনও দেশে ফিরতে পারেননি রোহিত শর্মারা। তবে ইতিমধ্যেই কিন্তু জিম্বাবোয়ে (IND vs ZIM) সফরের জন্য রওনা দিয়ে দিল আরেক ভারতীয় দল (Indian Cricket Team)। মঙ্গলবার ভোররাতেই জিম্বাবোয়ের উদ্দেশে রওনা দিয়ে দিল এক তরুণ টিম ইন্ডিয়া দল।
৬ জুলাই থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলতে নামবে ভারত। তবে সদ্য বিশের ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলের কার্যত কেউই এই সিরিজ়ের অংশ নন। বরং, এক তরুণ ভারতীয় দলকেই এই সিরিজ় খেলতে আফ্রিকার দেশে পাঠানো হচ্ছে। যে দলের অধিনায়ক শুভমন গিল এবং দলে রয়েছেন চার চারজন এমন ক্রিকেটার যারা প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন। সেই সিরিজ়ের জন্যই রওনা দিল টিম ইন্ডিয়া। বিসিসিআইয়ের তরফে জিম্বাবোয়ে সফরের উদ্দেশে রওনা হওয়া টিম ইন্ডিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে।
Jet ✈️
— BCCI (@BCCI) July 1, 2024
Set 👌
Zimbabwe 🇿🇼#TeamIndia 🇮🇳 | #ZIMvIND pic.twitter.com/q3sFz639z7
বিশ্বকাপের পরেই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী ভারতীয় পুরুষ দলের কোচের নাম এখনও সরকারিভাবে জানানো হয়নি। তাই এই সিরিজ়ের জন্যও টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। তিনি অতীতেও দ্রাবিড়ের অনুপস্থিতিতে অনেক সিরিজ়েই ভারতীয় সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন। এই সিরিজ়েও তেমনটাই হতে চলেছে। রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমারদের সঙ্গে তিনিও বিমানে চাপেন।
টিম ইন্ডিয়া বনাম জিম্বাবোয়ের সফর ৬ জুলাই থেকে শুরু হয়ে ১৪ জুলাই পর্যন্ত চলবে। সবকয়টি ম্যাচই আয়োজিত হবে হারারেতে। সেই দলে বিশ্বকাপের প্রাথমিক ১৫ জনের টিম ইন্ডিয়া স্কোয়াডে থাকা মাত্র দুইজন ক্রিকেটার ছিলেন। নীতীশ রেড্ডির চোট না সারায়, সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন শিবম দুবে।
জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতীয় দল:-
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিংহ, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নীতীশ রেড্ডি, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আমেদ, মুকেশ কুমার, তুষার দেশপাণ্ডে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোনাল্ডোর 'দুঃস্বপ্নের' রাতে দিয়েগো কোস্তার ইতিহাস, ইউরোর শেষ আটে পর্তুগাল