IND vs AUS: গিলের নেতৃত্বে খেলতে সমস্যা হবে বিরাট, রোহিতের? কী বলছেন পার্থিব?
Shubhman Gill: অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হতে চলেছে আগামী ১৯ অক্টোবর থেকে।

বঢোদরা: ভারতীয় দলে সাম্প্রতিক সময়ে অনেক কিছু পরিবর্তন হয়েছে। ভারতীয় দলের ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শুভমন গিলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে গিলের নেতৃত্বেই খেলতে নামবে টিম ইন্ডিয়া। এর আগে ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ও চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ডানহাতি তরুণ ব্যাটার। তাঁর নেতৃত্বেই ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের জার্সিতে খেলবেন বিরাট ও রোহিত। তবে গুজরাত টাইটান্স কোচ পার্থিব পটেল মনে করেন গিল দুজনের উপস্থিতিতে দুর্দান্ত নেতৃত্ব দেবেন। এতে কোনও সমস্যা হবে না।
সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে পার্থিব পটেল বলেন, ''বিরাট কোহলি ও রোহিত শর্মা যে ধরণের মানুষ ও প্লেয়ার, ওঁদের গিলের নেতৃত্বে খেলতে কোনও সমস্যা হবে না। বিরাটের দিকে দেখুন, ও যখন ক্য়াপ্টেন হয়েছিল, তখন এম এস ধোনি ম্য়াচ খেলছিল। ওরা জানে যে কীভাবে একজন তরুণ ক্যাপ্টেনকে গ্রুম করতে হয়। ঠিক তেমনই রোহিত যখন ক্যাপ্টেন হয়েছে, তখন বিরাট প্রাক্তন অধিনায়ক ছিল দলের।''
পার্থিব আরও বলেন, ''ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে অনেক সিদ্ধান্তই নেওয়া হচ্ছে। দুজনেই অনেক পরিণত ক্রিকেটার। ওদের গিলের নেতৃত্বে খেলতে নিঃসন্দেহে কোনও সমস্য়া হবে না। আমার আরও মনে হয় বিরাট ও রোহিতের উপস্থিতিতে গিলের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে।''
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ও পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ শুরু হতে চলেছে আগামী ১৯ অক্টোবর থেকে। এরপর শুরু হতে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজও।
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কী বলছেন রবি শাস্ত্রী?
অস্ট্রেলিয়া সফরের ওয়ান ডে সিরিজের আগে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুভমন গিলকে তাঁর পরিবর্তে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের আগে রোহিত ও বিরাটের জাতীয় দলে নিজের জায়গা পাকা রাখার জন্য নিজের ফর্ম ধরে রাখাটা খুব দরকার। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী সতর্ক করে দিলেন ২ তারকা ব্যাটারকে। শাস্ত্রী বলছেন, ''রোহিত ও বিরাট দুজনেই অভিজ্ঞ ব্যাটার। দলের ব্যাটিং অর্ডারে ভারসাম্য বজায় রাখার জন্যই ওদের নেওয়া হয়েছে। তবে দুজনের ফর্ম ধরে রাখাটা খুব দরকার।''




















