INDW vs SLW: পয়া তিরুবনন্তপুরমেই জ্বলে উঠলেন বল হাতে, লঙ্কা বধ করে কী বলছেন রেণুকা?
Indian Womens Cricket Team: নিজের চার ওভারের স্পেলে মাত্র ২১ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন রেণুকা। নিজের পারফরম্য়ান্সে বেজায় খুশি তরুণী পেসার।

তিরুবনন্তপুরম: শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্য়াচে টি-টোয়ন্টি সিরিজে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর শেষ ম্য়াচে বল হাতে দলের হয়ে সবচেয়ে সফল বোলার রেণুকা সিংহ ঠাকুর। নিজের চার ওভারের স্পেলে মাত্র ২১ রান খরচ করে ৪ উইকেট তুলে নিয়েছিলেন রেণুকা। নিজের পারফরম্য়ান্সে বেজায় খুশি তরুণী পেসার। এমনকী কেরালার এই মাঠকে নিজের পয়া মাঠ বলেও সম্বোধন করলেন তিনি।
ম্য়াচের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে রেণুকা বলছেন, ''আমি নিজের পারফরম্য়ান্সে দারুণ খুশি। আমি অনেকদিন পরে টি-টোয়েন্টি ক্রিকেট খেললাম। কেরালার এই মাঠ আমার খুব পয়া মাঠ। এখানে আমি অনূর্ধ্ব ১৯ ক্রিকেটও খেলেছি প্রচুর। যখনই আমি এই মাঠে খেলেছি, চারটি করে উইকেট পেয়েছি। নিজের সবচেয়ে লাকি মাঠে খেলার জন্য মুখিয়ে ছিলাম আমি।''
এরপরই ডানহাতি পেসার আরও বলেন, ''ভারতীয় দলের বোলিং লাইন আপে ভারসাম্য রয়েছে। পেসার ও স্পিনাররা দারুণ পারফর্ম করেছে। বিশ্বকাপের আগে আমরা একটি সঠিক কম্বিনেশন তৈরি করে নিতে চাইছি। নিজেদের খেলার মানও আরও বাড়তে চাইছি আমরা। যাতে যত বেশি সংখ্যক ম্য়াচ আমরা খেলতে পারি। বেশি সংখ্যক ম্য়াচ আমরা জিততে পারি। মহিলা ক্রিকেটকে আরও উঁচু স্তরে নিয়ে যাওযাটাই আমাদের লক্ষ্য।''
View this post on Instagram
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রানই বোর্ডে তুলতে পেরেছিল শ্রীলঙ্কা। রেণুকা ছাড়া ভারতীয় দলের হয়ে সেরা বোলিং পারফরম্য়ান্স দীপ্তি শর্মার। ৪ ওভারে ১৮ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অর্ধশতরানের ইনিংস খেলেন শেফালি বর্মা। তবে রান পাননি স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ।
উল্লেখ্য, কিছুদিন আগেই ওয়ান ডে ফর্ম্য়াটে মহিলাদের ক্রিকেট প্রথমবার বিশ্বকাপ জিতেছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে খেতাব জেতে টিম ইন্ডিয়া। এর আগে ২০০৫ সাল ও ২০১৭ সালে ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হতে হয়েছিল তাদের।




















