Jasprit Bumrah: ইংল্যান্ড সফরে ফের চোট! বুমরার সাম্প্রতিক পোস্ট তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনা আরও বাড়াল
India vs England: রিপোর্ট অনুযায়ী যশপ্রীক বুমরা নাকি ইংল্যান্ড সফরেই আবারও চোট পেয়েছেন। চতুর্থ টেস্টের সময় তাঁর হাঁটুতে চোট লাগে বলে শোনা যাচ্ছে।

নয়াদিল্লি: সদ্যই ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) এক স্মরণীয় পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ় শেষ হয়েছে। দারুণ লড়াই করে সিরিজ় ড্র করতে সক্ষম হওয়ায় ভারতীয় ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা, সকলেই টিম ইন্ডিয়ার প্রশংসাই করেছেন। সেই তালিকায় সামিল যশপ্রীত বুমরাও (Jasprit Bumrah)। তবে তাঁর সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে কয়েকজন সমর্থক খানিক উদ্বিগ্নই বটে।
ইংল্যান্ড সিরিজ় শেষে বুমরা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'একটা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং টানটান উত্তেজনা পরিপূর্ণ সিরিজ় থেকে অনেক স্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে আমরা ফিরছি। ভবিষ্যতে যা আসছে, সেইদিকে তাকিয়ে রয়েছি।'
বুমরার বার্তার এই শেষ অংশটুকু ঘিরেই অনেক সমর্থক চিন্তা। সিরিজ় শুরুর আগেই কোচ গৌতম গম্ভীর তথা বুমরা নিজেই জানিয়েছিলেন যে তিনি পাঁচ ম্যাচের সিরিজ়ে তিন টেস্টের বেশি খেলতে পারবেন না। শেষমেশ তাই হয়েছে। তিনি তিনটি টেস্টেই খেলেছেন। পঞ্চম টেস্টের মাঝপথে তো তাঁকে ছেড়ে দেওয়া হয়। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই তাঁকে তিন টেস্ট খেলানো হলেও নতুন যে রিপোর্ট সামনে আসছে, তা বেশ উদ্বেগেরই।
বিসিসিআইয়ের তরফে বুমরাকে সিরিজ় শেষের আগে ছেড়ে দেওয়ার কোনও কারণ জানানো না হলেও, শোনা যাচ্ছে বুমরার নাকি হাঁটুতে চোট রয়েছে। চতুর্থ টেস্ট ম্যাচে বোলিং করার সময় পা মাটিতে ফেলতে গিয়েই তাঁর হাঁটুতে চোট লাগে। বুমরা দিনকয়েক আগেই অস্ট্রেলিয়া সফরে লাগা চোট সারিয়ে ক্রিকেটে ফিরেছেন। এই চোটের জেরেই তিনি আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচ খেলতে পারেননি। তবে ইংল্যান্ড সিরিজ়েই জাতীয় দলে কামব্যাক করেন তারকা বোলার।
এক বিসিসিআই আধিকারিক দাবি করেছেন, 'বুমরার দুর্ভাগ্যবশত হাঁটুতে চোট রয়েছে। তবে সেই চোট খুব একটা গুরুতর নয় এবং তার জন্য অস্ত্রোপ্রচারেরও প্রয়োজন নেই। বিসিসিআইয়ের মেডিক্যাল দল ওর চোটটা খতিয়ে দেখছে।' এই কারণেই তাঁর এশিয়া কাপে অংশগ্রহণ ঘিরেও সংশয় তৈরি হয়েছে। বারংবার এই চোটআঘাতের জেরে বুমরার শরীর টেস্ট ক্রিকেটের ধকল নিতে কতটা পারবে সেই নিয়ে অনেকেই সন্দিহান।
কোনও কোনও রিপোর্টে তো এও দাবি করা হচ্ছে যে বুমরা এত ঘনঘন চোট আঘাতের জেরে টেস্ট থেকে অবসরের কথা ভাবছেন। তবে এই গোটাটাই এখনও কেবল জল্পনার পর্যায়েই। এইসবের মাঝেই তাঁর এই সোশ্যাল মিডিয়া পোস্ট সমর্থকদের চিন্তা কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে।




















