KL Rahul Wedding Gift: রাহুলকে কোটি টাকার বিএমডব্লিউ উপহার বিরাটের, ধোনি দিলেন লক্ষাধিক টাকার বাইক
KL Rahul Wedding: ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে খান্ডালাতে অবস্থিত সুনীল শেট্টির অভিজাত বাংলােতেই সম্পন্ন হয় রাহুল-আথিয়ার।
কর্ণাটক: সদ্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কে এল রাহুল (K L Rahul)। দীর্ঘদিনের বান্ধবী আথিয়া (Athiya Shetty) শেট্টিসঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তারকা এই ক্রিকেটার। আথিয়ার বাবা বলিউড অভিনেতা সুনীল শেট্টি (Sunil Shetty)। গত ২৩ জানুয়ারি ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে খান্ডালাতে অবস্থিত সুনীল শেট্টির অভিজাত বাংলােতেই সম্পন্ন হয় রাহুল-আথিয়ার।
জাতীয় দলের বিরাটের সঙ্গে রাহুলের সখ্য সবার জানা। ২ জনে মাঠে অনেক বড় পার্টনারশিপও গড়েছেন। এবার ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কের বিয়েতে তাঁকে ২ কোটি ১৭ লক্ষ টাকার বিএমডব্লুউ গাড়ি উপহার দিলেন প্রাক্তন অধিনায়ক। বিরাট শুধু একাই নন। মহেন্দ্র সিংহ ধোনি রাহুলকে ৮০ লক্ষ টাকার কাওয়াসাকি নিনজা বাইক। এছাড়াও আরও অনেকেই দামি দামি অনেক উপহার দিয়েছেন নবদম্পতিকে।
প্রেম থেকে পরিণতি
দীর্ঘ প্রেমের পরিণতি বড় মধুর। পড়ন্ত সূর্যের আলোয় কাছাকাছি যুগলে। হালকা পিচ রঙের ভরাট কাজ করা লেহঙ্গায় সেজেছিলেন নববধূ। ভারি গয়নার সঙ্গে ন্যুড মেকআপে ঝলমলিয়ে উঠছিল তাঁর হাসি। পাশেই অফ হোয়াইট কাজ করা শেরওয়ানিতে সেজেছিলেন বর। মেহেন্দিতে ভরা হাত ধরে একে অপরকে প্রতিশ্রুতি দিলেন পাশে থাকার, ভাল রাখার। চারহাত এক হল কে এল রাহুল (K L Rahul) ও অভিনেত্রী আথিয়া শেট্টি (Athiya Shetty)-র।
সোশ্যাল মিডিয়ায় রাহুলকে ট্যাগ করে ছবি শেয়ার করে নিয়েছেন আথিয়া। পড়ন্ত আলো মেখে প্রেমের পরিণতি পেল তাঁদের প্রেম। আথিয়া লিখছেন, 'তোমার আলোয় আমি ভালবাসতে শিখলাম। আজ, আমাদের প্রিয়জনের উপস্থিতিতে, আমাদের বাড়িতে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। অসম্ভব আনন্দ আর শান্তি পাচ্ছি। আমাদের হৃদয় ভালবাসা আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আমরা আমাদের আগামী নতুন জীবনের জন্য শুভেচ্ছা চাইছি।'
অন্যদিকে এই একই বার্তা ট্যুইটারে লিখে বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন কে এল রাহুল। বিকেল ৪টে নাগাদ বিয়ের লগ্ন ছিল তাঁদের। সেই মতোই সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। বিয়েতে অবশ্য ক্যামেরা নিয়ে কড়াকড়ি ছিল, যা সম্প্রতি সব তারকার বিয়েতেই দেখা যাচ্ছে।