Mohammed Shami: ভোল পালটাতে খরচ করেছেন লাখ টাকা! নতুন লুকসে নজর কাড়ছেন মহম্মদ শামি
Mohammed Shami New Looks: ক্রিকেটের মাঠে ফেরার আগেই নিজের নতুন হেয়ারস্টাইলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শামি। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শামি।
মুম্বই: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup 2024) দুর্দান্ত পারফর্ম করেছিলেন। সর্বাধিক উইকেট ঝুলিতে পুরেছিলেন টুর্নামেন্টে। কিন্তু এরপর থেকেই চলতি বছরে এখনও পর্যন্ত একটি ম্য়াচেও খেলতে নামতে পারেননি মহম্মদ শামি (Mohammed Shami)। চোটের জন্য ছিটকে গিয়েছিলেন। চোট সারিয়ে ফিরলেও এখনও কোনও টুর্নামেন্টে খেলতে নামেননি। শোনা যাচ্ছে ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়েই ফের মাঠে নামতে দেখা যাবে শামিকে। কিন্তু তার আগেই নিজের লুকসে নজর কাড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। নিজের সোশ্য়াল মিডিয়ায় নতুন লুকসের ছবিও পোস্ট করেছেন তারকা ডানহাতি পেসার।
ক্রিকেটের মাঠে ফেরার আগেই নিজের নতুন হেয়ারস্টাইলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন শামি। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শামি। তার থেকেই বোঝা যাচ্ছে যে নতুন চুলের স্টাইলও সেখানেই করিয়েছেন তারকা পেসার। বিরাট কোহলি, এম এস ধোনির মত তারকা ক্রিকেটারের সঙ্গেও আগে হাকিম কাজ করেছিলেন। এখনও পর্যন্ত কোনও কিছু নিশ্চিত না হলেও সূত্রের খবর, এক মরশুমের জন্য নাকি হাকিম এক লক্ষ টাকা নিয়ে থাকেন। সেই হিসেবে শামিও প্রায় লক্ষাধিক টাকা খরচ করেই এই স্টাইল করিয়েছেন, মনে করা হচ্ছে।
View this post on Instagram
উল্লেখ্য, বছরের শুরুর দিকে চোট সারাতে শামির গোড়ালিতে অস্ত্রোপ্রচার হয়। তারপর থেকে তিনি ধীরে ধীরে রিহ্যাব করেছেন। নেটে বোলিং করাও শুরু করে দিয়েছেন শামি। অবশ্য আশা থাকলেও, তারকা ফাস্ট বোলারকে দলীপ ট্রফির স্কোয়াডে রাখা হয়নি। ভারতীয় বোর্ড তথা টিম ম্যানেজমেন্ট তাঁকে একেবারেই তড়ঘড়ি মাঠে নামিয়ে ঝুঁকি নিতে রাজি নয়। এই বছরেই রয়ছে অস্ট্রেলিয়া। সেই সিরিজ়ে শামির থাকা গুরুত্বপূর্ণ। সেইদিকেও এক নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। সেই কারণেই ৩৩ বছর বয়সি ফাস্ট বোলারকে ১৯ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু টেস্ট সিরিজ়ে খেলতে দেখার সম্ভাবনা কম। তবে অক্টোবরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে শামি খেলতে পারেন।
খবর অনুযায়ী অস্ট্রেলিয়া সফরের আগে শামিকে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট খেলিয়ে পরখ করে দেখা হতে পারে। তবে তার আগে ঘরোয়া ক্রিকেটে শামিকে ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে। সেই কারণেই শামিকে বাংলার জার্সি গায়ে রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যেতে পারে বলে জোর জল্পনা।