IND vs WI: বুমরার ইতিহাস, দুই সেশনই শেষ ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস, ১৬২ রানে অল আউট চেজ়ের দল
Jasprit Bumrah: দেশের মাটিতে লাল বলের ক্রিকেটে ৫০ উইকেট নিয়ে ফেললেন ভারতের তারকা বোলার যশপ্রীত বুমরা।

আমদাবাদ: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়ক রস্টন চেজ। তবে তাঁর দল সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে ব্যর্থ। মাত্র দুই সেশনেই ১৬২ রানে গুটিয়ে গেল ক্যারিবিয়ান ইনিংস। মহম্মদ সিরাজ (Mohammed Siraj) চার, যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) তিন ও কুলদীপ যাদব দুইটি উইকেট নিলেন। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে জাস্টিন গ্রিভস সর্বাধিক ৩২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজ় আউট হতেই নির্ধারিত সময়ের খানিক আগেই চা বিরতির ঘোষণা করে দেওয়া হল।
প্রথম সেশনে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ়। দ্বিতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ় কোনওরকমে শতরানের গণ্ডি পার করার পর অধিনায়ক রস্ট চেজ়ও সিরাজের শিকার হন। ১০৫ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ওয়েস্ট ইন্ডিজ়। এমন সময় খানিকটা রুখে দাঁড়ান জাস্টিন গ্রিভস। খ্যারি পিয়েরকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছিলেন তিনি। তবে ওয়াশিংটন সুন্দরের বলে পিয়ের এলবিডব্লু হলে ৩৯ রানের সেই লড়াকু পার্টনারশিপ ভাঙে।
এরপর গ্রিভসও বেশিদূর এগোতে পারেননি। দল ১৫০ রানের গণ্ডি পার করার পরেই ক্লাসিক বুমরা ইয়র্কারে তাঁর উইকেট ভাঙে। ৩২ রানে ফেরেন তিনি। নতুন বলে শুরুটা যেখানে সিরাজ করেছিলেন, সেখানে শেষটা একাধিক দুরন্ত ইয়র্কারে করেন বুমরা। অভিষেক ঘটানো জোহান লেনকে প্রায় গ্রিভসের কার্বন কপি এক নিখুঁত ইয়র্কারে বোল্ড করেন বুমরা। ১৬২ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস। সিরাজের অবশ্য পাঁচ উইকেট নেওয়া হয়নি। জামেল ওয়ারিকানকে আউট করে ক্যারিবিয়ান দলের ইনিংস শেষ করেন কুলদীপ যাদব।
দিনের শুরুটা অবশ্য ব্যাট হাতে করেছিল ওয়েস্ট ইন্ডিজ়। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেজ়। তবে অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটাররা। শুরুতেই নতুন বলের বিরুদ্ধে মহম্মদ সিরাজের (Mohammed Siraj) বলে একের পর এক উইকেট হারায় ক্য়ারিবিয়ান দল। ৫০ রানের আগেই পড়ে চার উইকেট। দুই অভিজ্ঞ ব্যাটার শাই হোপ ও রস্টন চেজ় ইনিংস সামলানোর চেষ্টা করলেও, দুইজনের কেউ বড় রান পাননি। ফলত যা হওয়ার তাই হল। অল্প রানেই গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ় ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজ় অল আউট হওয়ার পর খানিকটা সময় বাকি থাকলেও আম্পায়াররা চা পানের বিরতি ঘোষণা করে দেন। ফলে দিনের শেষ সেশনেই ভারতীয় দলকে ব্যাট করতে দেখা যাবে।




















