Syed Mushtaq Ali: মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়ে মুস্তাকে চ্যাম্পিয়ন শ্রেয়সের মুম্বই, সিরিজ সেরা রাহানে
Mumbai vs Madhya Pradesh: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই। প্রথমে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৪ রান তুলে নেয়।
মুম্বই: সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে (Syed Mushtaq Ali T20 Trophy) চ্যাম্পিয়ন মুম্বই। ফাইনালে মধ্যপ্রদেশকে ৫ উইকেটে হারিয়ে খেতাব জিতে নিল মুম্বই শিবির। ২০২২-২৩ মরশুমে শেষবার মুস্তাকে চ্য়াম্পিয়ন হয়েছিল মুম্বই। এবার আরও একবার খেতাব জিতে নিল তারা। দলের জয়ে ফের একবার মুখ্য ভূমিকা নিলেন অজিঙ্ক রাহানে। তিনিই সিরিজ সেরা হয়েছেন। ব্যাট হাতে ফের নজর কাড়লেন সূর্যাংশ শেদগে।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই। প্রথমে ব্যাট করতে নেমে মধ্যপ্রদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৭৪ রান তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। এদিন প্রথমে ব্যাটিং করে মধ্যপ্রদেশের হয়ে আরও একবার ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিলেন রজত পাতিদার। অধিনায়ক হিসেবে চলতি মরশুমে নজর কেড়েছেন। ব্যাট হাতেও প্রতি ম্য়াচে রান করেছেন। এদিনও ৪০ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। শুভ্রাংশু সেনাপতি ১৭ বলে ২৩ রানের ইনিংস খেলেন ২ টো ছক্কার সাহায্যে। একটি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৯ বলে ১৭ রানের ইনিংস খেলেন। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান বোর্ডে তুলেছিল মধ্যপ্রদেশ।
রান তাড়া করতে নেমে পৃথ্বী শ ১০ রান করে ফিরে গেলেও অজিঙ্ক রাহানে এদিনও গুরুত্বপূর্ণ ৩০ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ৪টি বাউন্ডারির সাহায্যে। শ্রেয়স আইয়ার ১৬ রান করেন। এদিন রান পেলেন সূর্যকুমার যাদব। ফাইনালে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে জয়ের ভিত মজবুত করেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে লোয়ার অর্ডারে আরও একবার জ্বলে উঠলেন এই টুর্নামেন্টের আবিষ্কার সূর্যাংশ শেদগে। তিনি ১৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন তিনটি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে। ১৭.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। অজিঙ্ক রাহানে ৯ ইনিংসে ৪৬৯ রান করে সিরিজ সেরা হয়েছেন। লোয়ার অর্ডার ঝোড়ো ইনিংস খেলেন ম্য়াচে দলের জয় নিশ্চিত করার জন্য ম্য়াচের সেরা হয়েছেন শেগদে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।