IND vs ZIM 2nd T20I: অভিষেকের সেঞ্চুরির পর মুকেশ, আবেশের ফাস্ট বোলিংয়ে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ়ে সমতায় ফিরল ভারত
India vs Zimbabwe 2nd T20I: অভিষেকের ১০০ রানের ইনিংসের পর বল হাতে ভারতের হয়ে তিনটি করে উইকেট নিলেন মুকেশ কুমার ও আবেশ খান।
হারারে: লক্ষ্য নিঃসন্দেহে বড় ছিল। শুরুটা আগ্রাসী মেজাজে করলেও বেশিদূর এগোতে পারল না জ়িম্বাবোয়ে। ২৩৫ রান তাড়া করতে নেমে মাত্র ১৩৪ রানেই শেষ হয়ে গেল জিম্বাবোয়েন ইনিংস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে (IND vs ZIM 2nd T20I) ১০০ রানে জয় পেল ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে তিনটি করে উইকেট নিলেন মুকেশ কুমার (Mukesh Kumar) ও আবেশ খান (Avesh Khan)। সিরিজ়ে ১-১ সমতায় ফিরল টিম ইন্ডিয়া।
বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে যে কোনও দলের জন্য শুরুটা ভাল হওয়ার প্রয়োজন। কিন্তু জ়িম্বাবোয়ে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইনোসেন্ট কাইয়াকে চার রানে হারায়। তাঁকে সাজঘরে ফেরান মুকেশ কুমার। তবে আরেক ওপেনার ওয়েসলি মাধিভেরেকে সঙ্গে নিয়ে ব্রায়ান বেনেট বিধ্বংসী মেজাজে ব্যাট করে জ়িম্বাবোয়ের ইনিংস এগিয়ে নিয়ে যান। বেনেটকে ২৬ রানে ফিরিয়ে ভারতকে ফের এক সাফল্য এনে দেন মুকেশ। আবেশ খানও ঠিক পরের ওভারেই হাতে বল তুলে নিয়ে ডিয়ন মায়ার্স ও সিকান্দার রাজাকে সাজঘরে ফেরান। ৪৬ রানেই চার উইকেট হারিয়ে ফেলে জিম্বাবোয়ে।
পাওয়ার প্লেতে চার উইকেটের বিনিময়ে ৫৮ রান তোলে জিম্বাবোয়ে। জনাথন ক্যাম্বেল ১৮ বলে ১০ রানের চূড়ান্ত হতাশাজনক ইনিংস সমাপ্ত করেন ওয়াশিংটন সুন্দর। ৭২ রানেই আধা জ়িম্বাবোয়ে দল সাজঘরে ফেরে। নিরন্তর ব্য়বধানে উইকেট হারিয়ে জ়িম্বাবোয়ে কোনও সময়েই ভারতকে তেমনভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেনি। মাধিভেরে ৪৩ রানের লড়াকু ইনিংস খেলেন বটে। শেষের দিকে লুক জঙয়েও ব্যাটিং অর্ডারের নীচের দিকে নেমে ৩৩ রানের ইনিংস খেলেন। তবে আর কেউ তেমন বলার মতো রান করতে পারেননি। ১৩৪ রানেই এক ওভার বাকি থাকতে অল আউট হয়ে যায় জিম্বাবোয়ে। শতরানে ম্যাচ জেতে ভারত। সিরিজ়ে ১-১ সমতায় ফিরল টিম ইন্ডিয়া।
দলের জয়ের ভিতটা কিন্তু ভারতের ব্যাটাররাই গড়েছিলেন। শুরুতেই অল্প রানে সাজঘরে ফিরেছিলেন অধিনায়ক শুভমন গিল। তবে আরেক ওপেনার অভিষেক শর্মা ব্যাট হাতে জ্বলে উঠলেন। মাত্র ৪৬ বলে সেঞ্চুরি হাঁকালেন তিনি। অভিষেকের ১০০-র পর রুতুরাজ গায়কোয়াড় ৭৭ ও রিঙ্কু সিংহের ৪৮ রানের ইনিংসে ভর করে জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেটে ২৩৪ রান তোলে ভারতীয় দল।
প্রসঙ্গত, দুই ইনিংস মিলিয়ে ৩৬৮ রান কোনও জিম্বাবোয়ে-ভারতের বিশ ওভারের ম্যাচে সর্বকালের সর্বোচ্চ। বুধবার ১০ জুলাই দুই দল তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে একে পরের বিরুদ্ধে খেলতে নামবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কোপার কোয়ার্টারেই বিদায়, উরুগুয়ের কাছে হারের পর দর্শকদের ধৈর্য্য ধরার অনুরোধ ব্রাজিল কোচের