Rahul Dravid: রোহিতের 'কর্মজীবনের স্ত্রী' দ্রাবিড়? প্রিয় 'রাহুল ভাই'কে হিটম্য়ানের খোলা চিঠি
Rohit Sharma On Rahul Dravid: দ্বিতীয়জন রোহিত শর্মা (Rohit Sharma) গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছেন গত ২৯ জুন।
মুম্বই: একজন ক্রিকেটার হিসেবে এই সাফল্য অর্জন করতে পারেননি। কিন্তু কোচ হিসেবে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলেন। দ্বিতীয় জন অধিনায়ক হিসেবে কেরিয়ারে একটি বিশ্বকাপ (ODI World Cup) অথবা আইসিসি (ICC) ট্রফি অন্তত জিততে চেয়েছিলেন। ২০২৩ এ দুবার তীরে এসে তরী ডুবেছিল। প্রথম জন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অনূর্ধ্ব ১৯ এর পর সিনিয়র দলের কোচ হিসেবেও বিশ্বকাপ ঝুলিতে। প্রথমটা ওয়ান ডে ও এবার টি-টোয়েন্টি। দ্বিতীয়জন রোহিত শর্মা (Rohit Sharma) গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছেন গত ২৯ জুন। বিশ্বজয়ের পরই দ্রাবিড় কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। রোহিত টি-টোয়েন্টি ফর্ম্য়াট থেকেই সরে দাঁড়িয়েছেন। আর বিশ্বজয়ের পরে প্রথমবার প্রিয় রাহুল ভাইকে নিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন হিটম্য়ান।
২ জনেই ২০২২ থেকে জুটি বেঁধে ভারতীয় দলের স্বার্থে দায়িত্ব সামলাচ্ছিলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিত লিখেছেন, ''প্রিয় রাহুল ভাই, আমার অনুভূতি বর্ণনা করার জন্য সঠিক শব্দ খোঁজার চেষ্টা করছিলাম। কখনও পারব কি না জানি না। তবু একটা চেষ্টা করলাম। কোটি কোটি মানুষের মতো ছোটবেলা থেকে আমিও আপনাকে দেখে বড় হয়েছি। তবে আমি ভাগ্যবান যে এত কাছ থেকে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। যাবতীয় পুরস্কার, কৃতিত্ব বাড়ির দরজায় রেখে আপনি আমাদের কোচ হিসাবে কাজ করতে এসেছিলেন। নিজেকে এমন স্বস্তির জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে যে কেউ আপনার সঙ্গে যখন খুশি খোলামনে কথা বলতে পারত। এত বছর ক্রিকেট খেলার পরেও এটাই আপনার উপহার, নম্রতা এবং ভালবাসা। আমার স্ত্রী আপনাকে আমার কর্মজীবনের স্ত্রী বলে ডাকে। আমিও ভাগ্যবান সেই নামে আপনাকে ডাকতে পেরে। আমি জানি একমাত্র বিশ্বকাপই আপনার অস্ত্রাগারে ছিল না। আমরা দু’জনে একসঙ্গে এটা অর্জন করতে পেরেছি, এতেই আমি খুশি। রাহুল ভাই, আপনাকে আমার অন্তরঙ্গ বন্ধু এবং কোচ বলতে পেরে আমি গর্বিত।''
View this post on Instagram
উল্লেখ্য, গতকালই দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে গৌতম গম্ভীরের নাম ভারতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করছে বিসিসিআই।