এক্সপ্লোর
Arjun Tendulkar: বিরাট, রোহিত নয়, এই তারকাদ্বয়কে আউট করাটা স্বপ্নের মতো বলে মনে করেন অর্জুন তেন্ডুলকর
Arjun Tendulkar Career: বর্তমানে গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা অর্জুন তেন্ডুলকরকে আসন্ন আইপিএলে ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে।

বর্তমানেই মজে থাকতে চান অর্জুন (ছবি: পিটিআই)
1/10

বাবাকে যে পেশায় মতান্তরে সর্বকালের সেরা বলে গণ্য করা হয়, সেই একই পেশা ছেলেও বেছে নিলে, তুলনা আসাটা খুবই স্বাভাবিক। অর্জুন তেন্ডুলকরের ক্ষেত্রে এমনটা হয়েই থাকে।
2/10

এই বিষয়ে যে কথা হয়, সেটা একেবারেই অস্বীকার করেননি অর্জুন। তবে চাপের বোঝা নয়, বরং তিনি খেলাটা উপভোগ করতেই বেশি আগ্রহী।
3/10

তবে সচিন তেন্ডুলকরের মতো ব্যাট নয়, অর্জুন কিন্তু মূলত বোলিং অলরাউন্ডার হিসাবেই খেলেন। তাঁর উচ্চতা দেখে বাবার পরামর্শ মেনেই বোলিংয়ে অধিক মনোনিবেশ করেছিলেন অর্জুন।
4/10

বোলার হিসাবে তিনি ইংল্যান্ডের আগুনে গতির বোলার মার্ক উডের অনুরাগী।
5/10

বাঁ-হাতি ফাস্ট বোলারকে তাঁর স্বপ্নের উইকেট নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু টিম ইন্ডিয়ার দুই মহাতারকা বিরাট কোহলি বা রোহিত শর্মার নাম নেননি।
6/10

অর্জুনের স্বপ্ন তিনি রাহুল দ্রাবিড় এবং চেতেশ্বর পূজারার বিরুদ্ধে বোলিং করতে আগ্রহী।
7/10

দ্রাবিড় এবং পূজারা দুইজনেই জমাটি রক্ষণ ও বজ্রকঠিন মানসিকতার জন্য পরিচিত। বিশ্বের তাবড় তাবড় বোলাররা তাঁদের আউট করতে নাজেহাল হয়েছেন।
8/10

ঠিক এই কারণেই এই দুই তারকার বিরুদ্ধে বল করে তিনি তাঁদের দ্রুত সাজঘরে ফেরাতে আগ্রহী বলে জানান অর্জুন।
9/10

তবে অর্জুন অন্তত এখনও পর্যন্ত তাঁর বাবার আশেপাশেও নেই। মুম্বইয়ের রঞ্জি দলও ছেড়ে দিয়েছেন। তাঁর ভবিষ্যৎ নিয়েও রয়েছে প্রশ্নচিহ্ন।
10/10

তাঁকে ফের একবার এ মরশুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে দেখা যাবে। সেখানে সচিন-পুত্র কতটা সাফল্য পান সেটাই দেখার। ছবি-পিটিআই
Published at : 13 Feb 2025 08:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
