Gambhir with SRK: এক ফ্রেমে শাহরুখ-গৌতম, কেকেআরে ফিরছেন গম্ভীর? জল্পনা উস্কে দিলেন নীতীশ রানা
Gautam Gambhir: গম্ভীরের নেতৃত্বেই কেকেআর ২০১২ ও ২০১৪ সালে দুই দুইবার আইপিএল খেতাব জিতেছিল।
![Gambhir with SRK: এক ফ্রেমে শাহরুখ-গৌতম, কেকেআরে ফিরছেন গম্ভীর? জল্পনা উস্কে দিলেন নীতীশ রানা Nitish Rana post twitter Gautam Gambhir with Shah Rukh Khan internet reacts see pic Gambhir with SRK: এক ফ্রেমে শাহরুখ-গৌতম, কেকেআরে ফিরছেন গম্ভীর? জল্পনা উস্কে দিলেন নীতীশ রানা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/21/b47d1046be5c372df079bb4a5ea9e5541695289695141507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিগত দুই মরশুম ধরে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্ব পালন করছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। তবে বিগত বেশ কয়েকদিন ধরেই তাঁর লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ফেরার জল্পনা সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এবার সেই জল্পনা আরও উস্কে দিলেন নাইট তারকা নীতীশ রানা (Nitish Rana) স্বয়ং।
সদ্যই 'বলিউড বাদশা' শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গৌতম গম্ভীর। সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'ওঁ শুধু বলিউডের কিং নন, হৃদয়েরও কিং। আমাদের প্রতিটি সাক্ষাতের পরে আমি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে ফিরি। আপনার থেকে অনেক কিছু শেখার রয়েছে। নিঃসন্দেহে সর্বসেরা।'
He’s not just the king of Bollywood but the king of hearts. Every time we meet I go back with endless love and respect . So much to learn from u . Simply the best ❤️❤️ SRK @iamsrk pic.twitter.com/VcMV1QahUq
— Gautam Gambhir (@GautamGambhir) September 21, 2023
গোটা পোস্টটিতে খেলা সংক্রান্ত কোনও কথা না থাকলেও, নেটিজেনদের মধ্যে জল্পনা থামছে। এরই মাঝে গত বছর শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া নীতীশ রানা গম্ভীরের সেই পোস্টটি পুনরায় শেয়ার করে তাঁর 'ঘরওয়াপসির' জল্পনা উস্কে দেন। রানা লেখেন, 'নিজের নিজের ক্ষেত্রের দুই কিংগ। এটা কি প্রত্যাবর্তনের পূর্বাভাস?'
True kings in their own fields! 👑 👑
— Nitish Rana (@NitishRana_27) September 21, 2023
Could this be a sign of a homecoming? Just wondering 💭 https://t.co/Rcg8GkqmJn
২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত নাইটদের জার্সি গায়ে আইপিএলের মঞ্চ মাতিয়েছেন গৌতম গম্ভীর। তাঁর অধীনে কেকেআর ২০১২ ও ২০১৪ সালে দুই দুইবার আইপিএল খেতাব জেতে। গম্ভীর বর্তমানে সুপার জায়ান্টসের গ্লোবাল মেন্টর। তবে ইতিমধ্যেই লখনউ কোচ বদলে ফেলেছে। অ্যান্ডি ফ্লাওয়ারের বদলে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে জাস্টিন ল্যাঙ্গারের হাতে। একাধিক রিপোর্ট অনুযায়ী গম্ভীর নাকি নিজেই লখনউয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চান। তাই ২০২৪ সালের আইপিএল মরশুমের আগে প্রাক্তন নাইট অধিনায়ককে ফের একবার কেকেআরের ডাগ আউটে দেখার সম্ভাবনা বাড়ছে। নীতীশ রানার পোস্টে জল্পনা বাড়লই বটে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার নেতৃত্বে রাহুল, ওয়ান ডেতে অধিনায়ক কেএলের রেকর্ড কেমন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)