ICC: সৌরভদের হাত ধরে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেই আইসিসির নিয়মে বদল
ICC Rule Changed: সে ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হতে চলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই এই নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে।
দুবাই: আগামী মাসেই টেস্ট চ্যাম্পিনশিপ ফাইনাল। তার আগেই নতুন তিনটি নিয়ম পরিবর্তন করা হল। সৌরভের কমিটির হাত ধরেই এই পরিবর্তন করা হল। যেখানে সফট সিগন্যাল উঠিয়ে দেওয়া হচ্ছে। এতদিন পর্যন্ত এই সফট সিগন্যাল নিয়ে নানা মুনির নানা মত ছিল। অনেকেই এর বিরোধী ছিলেন। বিতর্কও বাড়ছিল। এবার সেই সফট সিগন্যালই উঠিয়ে দেওয়া হল। ফলে কোনও আউট নিয়ে সংশয় থাকলে সে ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হতে চলেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই এই নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে বোলার যদি কোনও আউটের আবেদন করেন। তবে মাঠের অনফিল্ড আম্পায়ার যদি মনে করেন যে সেটি আউট, তবে সফট সিগন্যালে আউট দেন। তবে তা তৃতীয় আম্পায়ারের কাছে চলে যায়। কিন্তু কোনও কারণ বসত যদি তৃতীয় আম্পায়ারও তাঁর সিদ্ধান্ত না জানাতে পারেন, বা তেমন কোনও প্রামাণ্য যুক্তি না পান, তবে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের পক্ষেই রায় দেন। কিন্তু এতে বিতর্কও হয়েছে। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেই এই সফট সিগন্যাল সিদ্ধান্ত উঠিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে কোনও রকম সংশয় থাকলে সরাসরি অনফিল্ড আম্পায়ার থার্ড আম্পায়ারের কাছে তা পাঠিয়ে দেবেন।
এছাড়াও আরও দুটো নিয়মে পরিবর্তন করা হচ্ছে। ওভালে খেলা হতে চলেছে। সেই মাঠে খেলার পাঁচদিন কখনও যদি আলোর অভাব দেখা যায়। তবে ফ্লাডলাইট জ্বালিয়েও খেলা চালিয়ে যাওয়া হবে। অর্থাৎ যাতে কোনও ওভার বা দিন নষ্ট না হয় সেদিকেও খেয়াল রেখেছে আইসিসি। এমনকী বৃষ্টির জন্য় কোনও দিনের খেলা ভেস্তে গেলে অতিরিক্ত দিন রাখা হয়েছে।
আজ আইপিএলে লখনউ বনাম মুম্বই ম্যাচ
আজ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স একে অপরের বিরুদ্ধে নামতে চলেছে। প্লে অফের দৌড়ে রয়েছে ২ টো দলই। এখনও পর্যন্ত চলতি আইপিএলে ১২ ম্যাচে খেলেছে মুম্বই। তার মধ্যে ৭ ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে। ৫ ম্যাচে হারতে হয়েছে রোহতি বাহিনীকে। ঝুলিতে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বর স্থানে রয়েছে মুম্বই। অন্যদিকে লখনউ সুপারজায়ান্টস এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে। তারা পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। ৬টি জয় ও পাঁচটি ম্যাচে হারতে হয়েছে ক্রুণাল পাণ্ড্যর দলকে। একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে।