ODI World Cup 2023 Live: ইংল্যান্ডের পর আফগান কাঁটায় বিদ্ধ পাকিস্তান, বাবরদের কলঙ্ক উপহার দিলেন রশিদ-হাশমাতুল্লাহরা
ODI World Cup 2023, PAK Vs AFG: ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে অপরাজিত ছিল পাকিস্তান। অবশেষে সেই রেকর্ড ভাঙল। প্রথমবার পাকিস্তানকে হারাল আফগানিস্তান।
LIVE
Background
চেন্নাই: প্রতিপক্ষের সবচেয়ে বড় শক্তি স্পিন আক্রমণ। যে বিভাগে রয়েছেন রশিদ খান, মুজিব উর রহমান, মহম্মদ নবির মতো তারকা। আর ত্রয়ীর বিরুদ্ধে পাকিস্তানের (PAK vs AFG) ব্যাটারদের পরীক্ষা এমন এক মাঠে, যেখানকার বাইশ গজে স্পিনারদের জন্য রসদ থাকে সব সময়ই।
সোমবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে বিশ্বকাপে (ODI World Cup) আফগানিস্তানের মুখোমুখি পাকিস্তান। ভারত ও অস্ট্রেলিয়া - দুই দলের কাছে পরপর হারার পর সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে গেলে জয়ের সরণিতে ফেরা বাবর আজ়মদের কাছে অক্সিজেনের সমান। আপাতত ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছে পাকিস্তান। তবে বাবর আজ়মদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তাদের নেট রান রেট। -০.৪৫৬। চূড়ান্ত ল্যাপের সময় যা মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।
পাকিস্তানের বোলাররাও আশানুরূপ ছন্দে নেই। এমনিতেই বিশ্বকাপের আগে নাসিম শাহর ছিটকে যাওয়ার ধাক্কা ছিল। তার ওপর ছন্দে নেই হ্যারিস রউফও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শাহিন শাহর আফ্রিদি ৫ উইকেট পেলেও, নতুন বলে নজর কাড়তে ব্যর্থ। হাসান আলিও বিবর্ণ। সবচেয়ে দুরাবস্থা স্পিনারদের। শাদাব খান ও উসামা মীর একেবারেই দাগ কাটতে পারছেন না। তাঁরা না পারছেন রান আটকাতে, না উইকেট তুলতে। যে ফাঁক কাজে লাগাতে চাইবে আফগানিস্তান।
তবে রহমানুল্লাহ গুরবাজ় ছাড়া আফগান ব্যাটারদের কেউই ছন্দে নেই। ইক্রাম অলিখিল, আজ়মাতুল্লাহ ওমরজ়াই ও হাশমাতুল্লাহ শাহিদির প্রতিভা নিয়ে কারও সন্দেহ নেই। কিন্তু বড় মঞ্চে পারফর্ম করার চাপ সামলে নিজেদের মেলে ধরতে হবে। ওয়ান ডে ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে এখনও অপরাজিত পাকিস্তান। সাতবারের সাক্ষাতে সাতবারই জিতেছে পাকিস্তান। এবারও কি সেই রেকর্ড অক্ষুণ্ণ থাকবে?
ODI World Cup Live: বিশ্বকাপে ফের অঘটন
বিশ্বকাপে (ODI World Cup) ফের অঘটন। নেপথ্যে, ফের আফগানিস্তান। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে যারা ক্রিকেটবিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এবার বধ পাকিস্তান। তাও ৮ উইকেটে। কার্যত একপেশেভাবে। এবারের বিশ্বকাপে 'জায়ান্ট কিলার' তকমাটাও নিজেদের জার্সির পিঠে সেঁটে নিয়েছেন হাশমাতুল্লাহ শাহিদিরা।
PAK Vs AFG Live: ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আফগানিস্তানের
৪৫ বলে ৪৮ রানে অপরাজিত হাশমাতুল্লাহ শাহিদি। ৭৭ রানে অপরাজিত রহমত শাহ। ৪৯ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আফগানিস্তানের। পাকিস্তান পরাজিত ৮ উইকেটে।
PAK Vs AFG Live: ম্যাচ জিততে ৩০ বলে আর ৩০ রান চাই আফগানিস্তানের
ক্রিজে জাঁকিয়ে বসেছেন রহমত আলি (৫৮ ব্যাটিং) ও হশমাতুল্লাহ শাহিদি (৩৫ ব্যাটিং)। ম্যাচ জিততে ৩০ বলে আর ৩০ রান চাই আফগানিস্তানের।
PAK Vs AFG Live Score: ৮৭ রানে ইব্রাহিমকে ফেরালেন হাসান আলি
৮৭ রানে ইব্রাহিমকে ফেরালেন হাসান আলি। ৩৭ ওভারের শেষে আফগানিস্তানের স্কোর ২০৪/২। ম্যাচ জিততে আর ৭৮ বলে ৭৯ রান চাই আফগানদের।
PAK Vs AFG Live Score: ২৯ ওভারের শেষে আফগানিস্তানেরক স্কোর ১৭১/১
সেঞ্চুরির পথে ইব্রাহিম জাদ্রান। ৮০ রান করে ক্রিজে। সঙ্গী রহমত আলি। ২৯ ওভারের শেষে আফগানিস্তানেরক স্কোর ১৭১/১।