(Source: ECI/ABP News/ABP Majha)
ODI World Cup 2023: অলরাউন্ডারের বদলি বোলার কেন? হার্দিকের জায়গায় প্রসিদ্ধ বিশ্বকাপে সুযোগ পাওয়ায় প্রশ্ন নেটিজেনদের
Indian Cricket Team: বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন, সেউই চোটের জেরই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল হার্দিককে।
নয়াদিল্লি: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের (IND vs SA) আগেই ভারতীয় শিবিরে (Indian Cricket Team) বিরাট দুঃসংবাদ। শনিবারই, বিসিসিআইয়ের তরফে জানানো হয় হার্দিক পাণ্ড্য (Hardik Pandya) গোড়ালির চোট সারিয়ে উঠতে পারেননি। তাই তাঁকে গোটা বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হল। তাঁর বদলে মেগা টুর্নামেন্টে ভারতীয় দলে প্রসিদ্ধ কৃষ্ণকে (Prasidh Krishna) ডেকে নেওয়া হয়েছে। তবে এই বদলিতে নেটিজেনরা অনেকেই প্রশ্ন তুলেছেন।
হার্দিক ছয় নম্বরে ব্যাটিং করতেন তো বটেই, পাশাপাশি চতুর্থ ফাস্ট বোলার হিসাবে হাত ঘুরিয়ে এই টুর্নামেন্টেই ভারতকে সাফল্যও এনে দিয়েছেন। তাই দলের ভারসাম্য বজায় রাখতে তিনি অপরিহার্য। দুর্ভাগ্যজনকভাবে তাঁকে আর বাকি টুর্নামেন্টে পাওয়া যাবে না। তাঁর বদলে তরুণ ফাস্ট বোলার কৃষ্ণকে বেছে নেওয়া হয়েছে। নেটিজেনদের অনেকেরই প্রশ্ন অলরাউন্ডার হার্দিকের বদলে কেন বোলার প্রসিদ্ধ বেছে নেওয়া হয়েছে।
এক্ষেত্রে অক্ষর পটেল, দীপক চাহার, ওয়াশিংটন সুন্দরদের নাম উঠে আসছে। অক্ষর ভারতের প্রাথমিক বিশ্বকাপ দলের অংশ থাকলেও, সময়ে চোট না সারায় তাঁকে দল থেকে বাদ দিয়ে আর অশ্বিনকে সুযোগ দেওয়া। ওয়াশিংটন সুন্দরও ভারতীয় দলে নিয়মিত। দীপক চাহার বেশ কিছুদিন চোটের কারণে মাঠের বাইরে থাকলেও, তিনি নতুন বল হাতে বিশেষ করা দারুণ দক্ষ। পাশাপাশি ব্যাট হাতেও তাঁর আন্তর্জাতিক মঞ্চে অর্ধশতরানও রয়েছে। সেইসব উপেক্ষা করে প্রসিদ্ধ সুযোগ পাওয়ার ফলেই উঠছে প্রশ্ন।
Prasidh Krishna replace Hardik Pandya in the Team India's squad for the World Cup 2023. pic.twitter.com/2dvTZnZoC6
— CricketMAN2 (@ImTanujSingh) November 4, 2023
Can bat , can bowl anyday better than Prasidh krishna pic.twitter.com/lHKeBJbQlj
— 𝐒𝐡𝐫𝐞𝐲𝐚𝐬𝐌𝐒𝐃𝐢𝐚𝐧™ (@Itzshreyas07) November 4, 2023
Prasidh Krishna's selection is same like how Vijay Shankar got selected in 2019.#HardikPandya pic.twitter.com/ANAXlDcZAX
— Stumping Mastermind (@StumpingLegends) November 4, 2023
Rohit Sharma and Indian cricket fans waking up to news of Hardik Pandya out of World Cup with Prasidh Krishna replacing him!#HardikPandya pic.twitter.com/yiPRHYcIoi
— Vishal Verma (@VishalVerma_9) November 4, 2023
অবশ্য সবাই যে গোটা বিষয়ে নেতিবাচক তেমন নয়, অনেকেই আবার মনে করছেন যে প্রসিদ্ধ ব্যাট হাতে তেমন বড় রান না করলেও, তিনি বল হাতে গেমচেঞ্জার এবং তা দিয়েই তিনি নিজের ব্যাটিং দুর্বলটা ঢেকে দিতে পারেন।
Prasidh Krishna's batting stats might not be his forte, but when it comes to bowling, he's an absolute game-changer! 🏏📉 His wicket-taking ability is what sets him apart. 💥 #PrasidhKrishna #CricketStats pic.twitter.com/Y774cwbMKp
— Manish singha (@Manishsingha6) November 4, 2023
The selection of Prasidh Krishna is as a back-up to the 3 fast bowler route that India will adopt https://t.co/hORmN4UM4J
— Harsha Bhogle (@bhogleharsha) November 4, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: চিঠির পরেও অনুপস্থিত প্রতিনিধিরা, ফের সিএবি সভাপতি স্নেহাশিসকে নোটিস কলকাতা পুলিশের