Pakistan Cricket Team: ধর্ষণের অভিযোগ, ব্রিটেনে গ্রেফতার পাকিস্তানের তারকা ব্যাটার, কী পদক্ষেপ নিল পিসিবি?
Haider Ali: এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে দুইটি ওয়ান ডে এবং ৩৫টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন অভিযুক্ত হায়দার আলি।

ম্যাঞ্চেস্টার: পাকিস্তানের 'এ' দল পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। সেখানেই তাঁর বিরুদ্ধে উঠল ধর্ষণের গুরুতর অভিযোগ। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে গ্রেফতার পাকিস্তানি তরুণ ব্যাটার হায়দার আলি (Haider Ali)।
পাকিস্তান শাহিনসের হয়ে ইংল্যান্ড সফরে থাকা হায়দার আলির বিরুদ্ধে, সোমবার, ৪ অগাস্ট থানের ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। ম্যাঞ্চেস্টারে গত মাসের ২৩ জুলাই এই ধর্ষণের ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতেই পাকিস্তানি ক্রিকেটারকে গ্রেফতার করে গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ। পুলিশের তরফে হায়দারকে গ্রেফতার করার রিপোর্ট নিশ্চিতও করা হয়।
পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়, '৪ অগাস্ট ২০২৫ সালে ধর্ষণের অভিযোগে পুলিশে একটি রিপোর্ট লেখানো হয়। ২৩ জুলাই, ২০২৫ সালে ম্যাঞ্চেস্টারে এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ জানানো হয়। আমরা ২৪ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছি।' তবে পুলিশের তরফে এও জানানো হয় যে ওই অভিযুক্তকে আপাতত বেল দেওয়া হয়েছে। অবশ্য এই ঘটনার তদন্ত চলছে। ব্রিটিশ পুলিশ কখনও তদন্ত চলাকালীন কোনও ব্যক্তির পরিচয় প্রকাশ করে না। তাই এক্ষেত্রেও হায়দারের নাম না করেই বিবৃতি দেওয়া হয়।
এই ঘটনার পরেই অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড দ্রুত পদক্ষেপ নিয়ে হায়দার আলিকে নির্বাসিত করে। পিসিবির তরফে জানানো হয় হায়দারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগে যে তদন্ত চলছে, সেই বিষয়ে তারা অবগত এবং তাঁকে আপাতত নির্বাসিত করা হচ্ছে। পিসিবির তরফে বিবৃতিতে জানানো হয়, 'দলের সকল খেলোয়াড়ের মৌলিক অধিকার এবং ভাল থাকা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দায়িত্ব থেকেই হায়দার আলিকে এই মামলা জরুরি আইনি সমর্থন পিসিবির তরফে দেওয়া হয়েছে। পিসিবি ব্রিটেনের বিচার ব্যবস্থা এবং গোটা প্রক্রিয়াকে সম্পূর্ণ সম্মান করে এবং এই মামলার তদন্ত অত্যন্ত জরুরি বলেই মনে করছে। পাশাপাশি এই প্রক্রিয়া চলাকালীন পিসিবি হায়দার আলিকে আপাতত নির্বাসিত করার সিদ্ধান্ত নিয়েছে যা এখন থেকেই কার্যকর হবে। তবে এই মামলার ফলাফলের ওপর নির্ভর করে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।'
তরুণ তু্র্কি হায়দার আলি এক তরুণ ক্রিকেটার হিসাবে কেরিয়ারের শুরুতেই বেশ নজর কাড়েন। তাঁর প্রতিভার জেরেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার কয়েকমাসের মধ্যে ২০২০ সালেই তাঁকে পাকিস্তানের সিনিয়র দলে ডাকা হয়। এখনও পর্যন্ত পাকিস্তানের হয়ে দুইটি ওয়ান ডে এবং ৩৫টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন হায়দার। আপাতত ২২ জুলাই থেকে তিনি শাহিনসদের হয়ে ব্রিটেন সফরে ছিলেন। সেখানে গিয়েই যত কাণ্ড।




















