Pakistan Cricket: ৪০ রানও করতে ব্যর্থ, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ম্যাচে ভাঙল ২৩২ বছর পুরনো রেকর্ড
Pakistan domestic Cricket: প্রেসিডেন্টস ট্রফির এক ম্য়াচে পাকিস্তান টিভির সঙ্গে সুই নর্দানের ম্য়াচ ছিল। সেই ম্যাচেই ইতিহাস গড়ল পাকিস্তান টিভি

করাচি: এক, দুই বা কয়েক দশকের নয়, প্রায় ২৩২ বছর পুরনো রেকর্ড, যা এতদিন পর্যন্ত কেউ অক্ষত ছিল। সেই রেকর্ডই ভেঙে গেল। অভাবনীয় এক দৃশ্য দেখা পাকিস্তান ক্রিকেটে (Pakistan Cricket)।
প্রেসিডেন্টস ট্রফির এক ম্য়াচে পাকিস্তান টিভির সঙ্গে সুই নর্দানের ম্য়াচ ছিল। সেই ম্যাচেই ইতিহাস গড়ল পাকিস্তান টিভি। মাত্র ৪০ রানের পুঁজি নিয়ে মাঠে নেমেও জয় ছিনিয়ে নিল তারা। করাচিতে পিটিভি বনাম এসএনজিপিএলের ম্যাচে পিটিভি মাত্র ৪০ রানে আউট হয়ে যায়। তবাবে জবাবে ৩৭ রানেই এসএনজিপিএলকে অল আউট করে দেয় পিটিভি। প্রথম শ্রেণির ক্রিকেটে এর থেকে কম রানের পুঁজি নিয়ে জয়ের ইতিহাস নেই।
এর আগে ১৭৯৪ সালে পুরনো লর্ডসের মাঠে এমসিসির বিরুদ্ধে ওল্ডফিল্ড ৪১ রান ডিফেন্ড করতে নেমেছিল। শেষমেশ তারা ছয় রানে সেই ম্য়াচ জিতে নেয়। প্রায় আড়াই শতক ধরে প্রথম শ্রেণির কোনও ক্রিকেট ম্যাচে এটাই সফলভাবে ডিফেন্ড করা সবথেকে কম রান ছিল। তবে সেই রেকর্ডও ভেঙে দিয়ে ইতিহাস গড়ল পিটিভি। তাদের হয়ে এবারের কায়েদ-ই-আজম ট্রফির সর্বোচ্চ উইকেটসংগ্রাহক আলি উসমান নয় রানের বিনিময়ে ছয় উইকেট নেন। বাকি চারটি উইকেট নেন আমাদ বাট।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে করমর্দন বিতর্ক
এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা বহু পুরনো। পড়শি দেশগুলির সম্পর্কের আরও অবনতি হয়েছে। তারপরেই সূর্যকুমার যাদব ম্যাচের আগে বা পরে পাকিস্তানের অধিনায়ক বা কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের সঙ্গে করমর্দন এড়িয়ে গিয়েছিলেন। এবার তার প্রতিচ্ছবি দেখা গেল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও (ICC U-19 World Cup 2026)। পার্থক্য একটাই এবার ঘটনাটি ভারত-পাকিস্তানের বদলে ভারত বনাম বাংলাদেশের ম্যাচে ঘটল।
আজ বুলাওয়াওতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ম্যাচে ভারত ও বাংলাদেশ একে অপরের মুখোমুখি হয়েছে। সেই ম্যাচে ভারতীয় অধিনায়ক আয়ুষ মাত্রে ও জাওয়াদ আবরারের কেউই একে অপরের সঙ্গে হাত মেলায়নি। দুুইজনের কেউই টসের আগে বা পরে হাত মেলায়নি। দুইজন টসের পর হাত না মিলিয়েই চলে যায়। বিষয়টি কিন্তু ক্যামেরাবন্দি হওয়ায় কারুরই নজর এড়ায়নি।




















