Pat Cummins: নিউ সাউথ ওয়েলসের নেটে অনুশীলন সারছেন কামিন্স, অ্য়াশেজের দ্বিতীয় টেস্টেই কি ফিরবেন?
Ashes 2025: অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্টিভ স্মিথকে দলের অধিনায়ক করা হয়েছে । অন্যদিকে, প্যাট কামিন্সও প্রথম টেস্ট ম্যাচের জন্য দলের সঙ্গে পারথ যেতে পারেন ।

সিডনি: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলে ছিলেন না। টি-টোয়েন্টি সিরিজেও (T20 Series) তাঁকে পাওয়া যায়নি। তবে অ্য়াশেজের (Ashes 2025) আগে চোট সারিয়ে ফিরতে চলেছেন প্যাট কামিন্স (Pat Cummins)। ইংল্যান্ডের (Australia vs England) বিরুদ্ধে প্রথম টেস্টে স্টিভ স্মিথের নেতৃত্বে খেলতে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু দ্বিতীয় টেস্টেই হয়ত ফিরতে পারেন প্যাট কামিন্স। নিউ সাউথ ওয়েলসের ট্রেনিং সেশনে বল করতে দেখা গিয়েছে কামিন্সকে। বেশ ভালই ছন্দে মনে হয়েছে তাঁকে। সেক্ষেত্রে আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবেন হয়ত কামিন্স। তাঁকেই হয়ত নেতৃত্বে দেখা যাবে।
পারথে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে অ্য়াশেজের প্রথম টেস্ট। কিন্তু অজি পেসারকে পাওয়া যাবে না সেই ম্য়াচে। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার পেস বোলিং বিভাগ সামলাতে দেখা যাবে মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ডকে। কামিন্স বলছেন,'দ্বিতীয় টেস্টে ফিরে আসাই আমার লক্ষ্য। আসলে ম্যাচের কাছাকাছি না গেলে ঠিক বোঝা যায় না শরীর কতটা প্রস্তুত। ভালো দিক হল, এখন পর্যন্ত শরীর দারুণ লাগছে, কোনো সমস্যা নেই। আশা করছি দ্বিতীয় টেস্টে মাঠে ফিরে নিজের চেনা ছন্দ খুঁজে পাব।''
অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে স্টিভ স্মিথকে দলের অধিনায়ক করা হয়েছে । অন্যদিকে, প্যাট কামিন্সও প্রথম টেস্ট ম্যাচের জন্য দলের সঙ্গে পারথ যেতে পারেন। অস্ট্রেলিয়া ক্রিকেট নির্বাচকরা আশা করছেন যে, কামিন্স দ্বিতীয় টেস্টে দলে ফিরতে পারেন । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে স্যাম কন্সটাসকে বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারের ব্যাট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দাগ কাটতে পারেনি । কন্সটাস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৬ ইনিংসে ৫০ রান করেছিলেন।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজের সূচনা ২১শে নভেম্বর, ২০২৫ থেকে হতে চলেছে । পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ৪ঠা জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। এই সিরিজের প্রথম ম্যাচটি পারথে খেলা হবে। বাকি চারটি ম্য়াচ হবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও অ্যাডিলেডে।
প্রথম অ্যাশেজ টেস্টের জন্য অস্ট্রেলীয় দল
স্টিভ স্মিথ (অধিনায়ক), সন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল এবং বিউ ওয়েবস্টার।




















