আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Ashwin On DRS: ঘরোয়া ক্রিকেটে এই নিয়ম চালু হওয়ায় উচ্ছ্বসিত অশ্বিন, শেষ হয়ে যেতে পারে ব্যাটারদের কেরিয়ার?
Duleep Trophy: চলতি দলীপ ট্রফিতে ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মাঠের আম্পায়ার কোনও ভুল সিদ্ধান্ত নিলে সেটির বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটারেরা।
মুম্বই: ঘরোয়া ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (DRS) চালু হওয়ায় উচ্ছ্বসিত আর অশ্বিন। চলতি দলীপ ট্রফিতে (Duleep Trophy) ডিআরএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। মাঠের আম্পায়ার কোনও ভুল সিদ্ধান্ত নিলে সেটির বিরুদ্ধে আবেদন করার সুযোগ পাচ্ছেন ক্রিকেটারেরা।
ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি ম্যাচের দ্বিতীয় দিন একটি সিদ্ধান্ত নিয়ে বেশ হইচই হয়। ইন্ডিয়া সি দলের বাঁহাতি স্পিনার মানব সুতারের (Manav Suthar) বল স্টাম্পের সামনে ইন্ডিয়া ডি ব্যাটার রিকি ভুইয়ের প্যাডে লাগে। আম্পায়ার আউটের আবেদন নাকচ করে দেওয়ার পর ইন্ডিয়া সি-র অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন রিকি। তিনি তখন ৪৪ রানে ব্যাট করছিলেন। ডিআরএস নিয়মের সুবিধা পায় ইন্ডিয়া সি।
অশ্বিন জানিয়েছেন, ডিআরএস না থাকলে রিকি ভুই বেঁচে যেতেন। কারণ, তিনি সামনের পায়ে খেলেছিলেন আর মাঠের আম্পায়ার ফ্রন্টফুটে খেললে ব্যাটারকে এলবিডব্লিউ দেন না। নিজের এক্স হ্যান্ডলে অশ্বিন লিখেছেন, 'ঘরোয়া ক্রিকেটে ডিআর প্রযুক্তি যে শুধু অনেক সিদ্ধান্তকে সঠিক করবে তাই নয়। মানব সুতারের বলে রিকি ভুইয়ের আউটটা দেখিয়ে দিয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটে কীভাবে ব্যাটার ১০ বারের মধ্যে ১০ বারই বেঁচে যেত, যদি না ডিআর নিয়মের সুবিধা থাকত। ডিআরএস আসার আগে ব্যাটিংয়ের এই পদ্ধতি ত্রুটিপূর্ণ ছিল না। তবে এখন সেটি আগের মতো নেই। সে দিন আর নেই যখন ব্যাটাররা শুধু সামনের পায়ে খেলেছে বলে এলবিডব্লিউ হবে না।'
DRS for domestic cricket is not just for the right decisions to be made.
— Ashwin 🇮🇳 (@ashwinravi99) September 7, 2024
Ricky Bhuvi’s dismissal last evening against Manav Suthar is a classic case of a batter who will get away with this technique 10/10 times in FC cricket.
This was not a faulty technique pre DRS but now it… pic.twitter.com/Ip2BXHgJBe
অশ্বিন আরও লিখেছেন, 'এখন প্যাডের পিছনে ব্য়াট রাখা ব্যাটারদের জন্য মারাত্মক হতে পারে। ভেবে দেখুন রিকির কাল যা অভিজ্ঞতা হয়েছে সেটা ছাড়া কেউ আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। একটা গোটা টেস্ট সিরিজ লেগে যাবে বুঝতে যে তার কী করা উচিত। তা না হলে তার কেরিয়ারই শেষ হয়ে যাবে।'
আরও পড়ুন: মেসি এমন কী বললেন যে কেঁদে ভাসালেন দি মারিয়ার স্ত্রী-মেয়েরা? ভিডিও ভাইরাল
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
জেলার
জেলার
Advertisement