Rahul Dravid Birthday: ৫৩-তে পা রাখলেন বিশ্বজয়ী কোচ দ্রাবিড়, ভাজ্জির বার্তা 'শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির প্রতীক'
Rahul Dravid: টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৩১২৫৮টি বল করেছেন রাহুল। এমনকী টেস্টে সর্বোচ্চ ৪৪,১৫২ মিনিট খেলেছেন রাহুল। টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের পর সর্বাধিক রানের মালিক দ্রাবিড়ই।

মুম্বই: ৫৩ বছরে পা রাখলেন রাহুল দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে জন্মদিনে শুভেচ্ছা জানাল বিসিসিআই। নিজেদের সোশ্য়াল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে বিসিসিআই। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ৩১২৫৮টি বল করেছেন রাহুল। এমনকী টেস্টে সর্বোচ্চ ৪৪,১৫২ মিনিট খেলেছেন রাহুল।
View this post on Instagram
দ্রাবিড়কে জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁর প্রাক্তন সতীর্থ হরভজন সিংহ। রাহুল দ্রাবিড়কে 'দ্য ওয়াল' বলে সম্বোধন করে 'শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির প্রতীক' জানিয়েছেন টার্বুনেটর। নিজের সোশ্য়াল মিডিয়ায় হরভজন লিখেছেন, ''ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল-কে জন্মদিনের শুভেচ্ছা। ক্রিকেটার হিসেবে উনি শৃঙ্খলা এবং প্রতিশ্রুতির প্রতীক ছিলেন। ম্য়াচে যে কোনও পরিস্থিতিতে দলকে ভরসা জোগাতে পারতেন উনি। চোখ বন্ধ করে ওঁনাকে ভরসা করা যেত।''
Heartiest birthday greetings to "The Wall" of Indian cricket, Rahul Dravid.
— Harbhajan Turbanator (@harbhajan_singh) January 11, 2025
As a cricketer, he was the epitome of discipline and commitment, a player who could be relied upon to anchor the innings under any circumstance and perform when the team needed him most.
May he always… pic.twitter.com/khztYxZKTb
রাহুল দ্রাবিড় সচিন তেন্ডুলকরের পর টেস্ট সর্বাধিক রানের মালিক।




















