Ranji Trophy: রানে ফিরলেন সূর্যকুমার, ইডেনে মুম্বইয়ের জয়ের ভিত গড়ছেন রাহানে-শার্দুলরা
Mumbai vs Haryana: এর আগে প্রথম ইনিংসে হরিয়ানা ৩০১ রানে অল আউট হয়ে যায়। মুম্বইয়ের বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর ৫৮ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন।

কলকাতা: রঞ্জিতে আরও কোয়ার্টার ফাইনালেও জয়ের পথে এগোচ্ছে মুম্বই। তৃতীয় দিনের শেষে হরিয়ানার বিরুদ্ধে জয়ের ভিত গড়ছেন মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে ও শার্দুল ঠাকুর। অন্য়দিকে গুরুত্বপূর্ণ ম্য়াচেই রানে ফিরলেন সূর্যকুমার যাদব। ৭০ রানের ইনিংস খেললেন তারকা ডানহাতি ব্য়াটার। ইডেনে হরিয়ানার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে মুম্বই ২৯২ রানের লিড নিয়ে নিয়েছে ইতিমধ্যেই।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক তিনি। দল তাঁর নেতৃত্বে একের পর এক সিরিজও জিতে চলেছে। কিন্তু নিজে ব্যাট হাতে একেবারেই রানের মধ্য়ে নেই সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর রঞ্জিতে মুম্বইয়ের জার্সিতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। প্রথম ইনিংসে ৯ রান করে আউট হয়ে যান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ৭০ রানের ইনিংস খেললেন সূর্য। মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে গুরুত্বপূর্ণ ১২৯ রানের পার্টনারশিও গড়ে তােলেন তিনি। অন্যদিকে রাহানেও তাঁর দুরন্ত ফর্ম বজায় রেখেছেন। দিনের শেষে ৮৮ রানে অপরাজিত রয়েছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে আছেন শিবম দুবে।
এর আগে প্রথম ইনিংসে হরিয়ানা ৩০১ রানে অল আউট হয়ে যায়। মুম্বইয়ের বোলারদের মধ্যে শার্দুল ঠাকুর ৫৮ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন। এদিন শুরুতেই শার্দুলের দুরন্ত বোলিংয়ে হরিয়নার লোয়ার অর্ডার দ্রুত ভেঙে পড়ে। শামস মুলানি ও তনুষ কোটিয়ান ২ স্পিনার ২ টো করে উইকেট নেন। প্রথম ইনিংসে মুম্বই ১৪ রানের লিড নেয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি আকাশ আনন্দ ১০ রান করেন। আয়ুশ মাথরে ৩১ রান করেন। সিদ্ধেশ ল্যাড ৪৩ রানের ইনিংস খেলেন। একটা সময় মুম্বইয়ের স্কোর হয়ে যায় ১১৬/৩। সেখান থেকেই দলের হাল ধরেন অজিঙ্ক রাহানে ও সূর্যকুমার যাদব। নিজের প্রথম ২৮ রান বোর্ডে তোলেন সূর্যকুমার ২৩ বল খেলে। হরিয়ানার সুমিত কুমারকে এক ওভারে তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। শেষ পর্যন্ত ৮৬ বলে ৭০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। ৮টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে দিনের শেষ পর্যন্ত ১০টি বাউন্ডারির সাহায্য়ে ১৪২ বল খেলে ৮৮ রানে অপরাজিত রয়েছেন রাহানে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে বাের্ডে ২৭৮ রান তুলে নিয়েছে মুম্বই। বড় কোনও অঘটন না হলে মুম্বই এখন হট ফেভারিট ম্য়াচে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
