Ravichandran Aswin: অশ্বিনের পারফরম্য়ান্সে মুগ্ধ প্রাক্তন পাক ক্রিকেটার, দিলেন দরাজ সার্টিফিকেট
IND vs BAN: ব্যাট হাতে ১১৪ রান করেছেন। তার মধ্যে চেন্নাইয়েই ১১৩ রানের ইনিংস খেলেছিলেন প্রথম ইনিংসে। সেই ম্য়াচেই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্য়াচ জিতিয়েছিলেন ভারতকে।
করাচি: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করেছেন। চেন্নাই টেস্টে তো শতরানও হাঁকিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। বল হাতে ১১ উইকেট নিয়েছেন। যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) সঙ্গে যুগ্মভাবে সর্বাধিক উইকেটের মালিক গত টেস্ট সিরিজে। ব্যাট হাতে ১১৪ রান করেছেন। তার মধ্যে চেন্নাইয়েই ১১৩ রানের ইনিংস খেলেছিলেন প্রথম ইনিংসে। সেই ম্য়াচেই দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্য়াচ জিতিয়েছিলেন ভারতকে। বাংলাদেশের বিরুদ্ধে ২৮০ রানের বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিয়েছিল। সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন অশ্বিন। এবার প্রতিবেশী দেশের প্রাক্তন ক্রিকেটারের সার্টিফিকেট পেলেন অশ্বিন।
এবার ভারতের তারকা অফস্পিনারকে দরাজ সার্টিফিকেট দিলেন রামিজ রাজা। তিনি বলছেন, ''রোহিত শর্মাকে কীভাবে ওঁর বোলাররা সাপোর্ট করেছে, তা একবার দেখার মত। পেসাররা, স্পিনাররা ২ টো ইনিংসে দুর্দান্ত পারফর্ম করেছেন। অশ্বিনের জন্য় দারুণ একটা সিরিজ গেল। ঘরের মাঠে ওঁ শতরান করেছে। বল হাতে দ্বিতীয় ইনিংসে ম্য়াচ জেতানো স্পেল করেছে। আমি ভাবি ক্রিকেটে অশ্বিনের যে সম্মান পাওয়া উচিত। ততটা ওঁ পায়নি।''
প্রাক্তন পাক তারকা আরও বলেন, ''অশ্বিনকে বারবার দেখেছি সেঞ্চুরি করে অতিরিক্ত কোনও তাপ উত্তাপ দেখায় না। বেশি নির্লিপ্তই থাকে ওঁ। এছাড়াও বল হাতেও উইকেট নেওয়ার পর কখনও দেখিনি বাড়তি উত্তেজনা দেখাতে। ভীষণ সাধারণ সেলিব্রেশনে মেতে থাকতেই দেখা যায় তাঁকে।''
কিছুদিন আগে নিজে এক পডকাস্টে এসে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম ঘোষণা করেছিলেন অশ্বিন। পডকাস্টে সাক্ষাৎকারে এসে অশ্বিন বলেন, ''ভারত এমনই একটা দেশ যেখানে সবসময় ব্যাটাররাই ক্রিকেটে আধিপত্য দেখিয়ে এসেছে। এখনও তা বদলায়নি সেই অর্থে। তবে আমি খুব খুশি যে আমরা জসপ্রীত বুমরাকে নিয়ে মাতামাতি করি। ওঁকেও সমান সম্মান দেওয়া হচ্ছে।'' বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে ভারতীয় দল অনেক দিন আগেই চেন্নাইয়ে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। বুমরাকে নিয়ে সেখানে মাতামাতি চোখে পড়ার মত। অশ্বিন বলছেন, ''আমরা চেন্নাইয়ের মানুষ বোলারদের গুরুত্ব দিই। ও একজন চ্যাম্পিয়ন বোলার। আমি জানি না কি বলা উচিত। তবে এটুকু বলব এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম জসপ্রীত বুমরা।'' টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার ভারতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল বুমরাকে। গত বছর আগস্টে পিঠের চোট সারিয়ে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন।