Ravichandran Ashwin: 'মাঠের বাইরেই বসে থাকাটা...' মাঝ সিরিজ়ে অবসর নেওয়া প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন আর অশ্বিন
Ravichandran Ashwin retirement: অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের সিরিজ়ের তৃতীয় টেস্টের পরেই আর অশ্বিনের হঠাৎ অবসর সকলকেই বিস্মিত করে।

নয়াদিল্লি: গত বছরের একেবারে শেষের দিকে হঠাৎই বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেন আর অশ্বিন (Ravichandran Ashwin)। পাঁচ ম্যাচের সিরিজ়ের তৃতীয় টেস্টের পরেই অশ্বিনের ভারতীয় দল (Indian Cricket Team) থেকে হঠাৎ অবসর সকলকেই বিস্মিত করে। তবে অশ্বিনের দাবি তিনি আরও আগেই অবসর নিতেন। সেই তুলনায় তাঁর অবসরটা খানিক পরেই এসেছে।
তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, 'আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম যে ওই ৩৪-৩৫ বছর বয়সে অবসর করব। তাই আমি যখন অবসর নিই, সেটা পরিস্থিতির দিকে তাকিয়ে একদম সঠিক সিদ্ধান্তই ছিল, তাই না? সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে মনে করে আমি অনেকই বুড়ো হয়ে গিয়েছিলাম। শেষমেশ সফরে গিয়ে আরও অনেক বেশি ম্যাচ মাঠের বাইরেই বসে থাকাটা আমায় এই সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়।'
অশ্বিনের মতে অনেক সময় কোনও পরিস্থিতি থেকে খানিকটা সরে গিয়ে, একটা বিরতি নেওয়াটা কারুর মধ্য়েকার প্যাশন, উদ্দীপনাটা ফিরিয়ে আনতে সাহায্য করে। 'অনেক সময় কোনও পরিস্থিতিতে কেউ থাকার পর সেখান থেকে সরে এসে, পুরো পরিবেশটা থেকে বেরিয়ে আসাটা আবার আপনার প্যাশনটা জাগিয়ে তুলতে পারে। আমি দলে থেকে দলের প্রতি অবদান রাখব না, এমন কিছু বলছি না। তবে অনেক সময়ই তো চিন্তাটা আসে মাথায় যে এর থেকে বাড়িতে সন্তানদের সঙ্গে সময় কাটালে কেমন হত। ওরাও তো বড় হচ্ছে, আর আমি এখানে বসে বসে ঠিক করছিটা কী?' বলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার।
ছেলের অবসরের ঠিক পরেই কিন্তু অশ্বিনের বাবাও গর্জে উঠেছিলেন। নাম না করে কোচ, অধিনায়ককে বিঁধেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে বিশ্বজয়ী স্পিনারের বাবা বলেছেন, 'আমিও অনেক পরেই জানতে পারি অবসরের কথাটা। আমি নিজেও কিছুটা অবাকই হয়েছিলাম। তবে এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। যা ভাল মনে করেছে সেটাই করেছে। আমি খুশি। তবে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতেই পারত। তবে যেভাবে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছিল, তাতে আমি আন্দাজ পেয়েইছিলাম যে হয়ত খুব দ্রুত অবসব নিতে পারে। আর কতদিন এভাবে অপমানিত হতে থাকবে ও! নিজেই সিদ্ধান্ত নিয়েছে হয়ত।'
তিনিও যে কার্যত ম্যাচের পর ম্যাচ বাইরে বসে থেকে বিরক্ত হয়েই অবসর নিয়েছিলেন, অশ্বিনের নতুন বক্তব্য কিন্তু সেকথারই আভাস দেয়।




















