Ravichandran Ashwin: প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে, সিডনি থান্ডারে যোগ দিলেন অশ্বিন
Ashwin Sydney Thunder BBL: ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম প্লেয়ার হিসেবে অশ্বিন বিবিএল খেলার কৃতিত্ব অর্জন করতে চলেছেন। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার সেই ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

চেন্নাই: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত বছরই। আর চলতি বছরে আইপিএলের পর এ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু আভাস দিয়েছিলেন আগেই যে বিগ ব্যাশ লিগে খেলতে পারেন তিনি। সেই সম্ভাবনাই সত্যি হল। বিগ ব্যাশের (Big Bash) ১৫ তম মরশুমের জন্য সিডনি থান্ডার ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রথম প্লেয়ার হিসেবে অশ্বিন বিবিএল খেলার কৃতিত্ব অর্জন করতে চলেছেন। তাঁর সঙ্গে অস্ট্রেলিয়ার সেই ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়ে গিয়েছে ইতিমধ্যেই।
সিডনি থান্ডারের তরফে এক প্রেস বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, "ভারতীয় কিংবদন্তি প্লেয়ার রবিচন্দ্রন অশ্বিন সিডনি থান্ডারের হয়ে খেলবেন বিগ ব্যাশের আসন্ন মরশুম থেকে। এটা ক্লাবের ইতিহাসে এক রেকর্ড হতে চলেছে। ভারতের প্রথম প্লেয়ার হিসেবে বিগ ব্যাশে কোনও ক্লাব হিসেবে সিডনি থান্ডারে যোগ দিচ্ছেন অশ্বিন।'' আগামী জানুয়ারিতে সিডনির ফ্র্য়াঞ্চাইজিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন ভারতীয় স্পিনার।
অশ্বিনের বয়স এখন ৩৯। কিন্তু তিনি নিজেও জানিয়েছিলেন যে এখনও তাঁর মধ্যে ক্রিকেট বাকি রয়েছে। অশ্বিন আইপিএলসহ ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই জানান তিনি বিশ্বের বিভিন্ন লিগে খেলতে আগ্রহী। ভারতীয় ক্রিকেটাররা অবসর না নিলে বিদেশি লিগে অংশ নিতে পারেন না। অশ্বিন যেহেতু সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তাই তিনি বিদেশি লিগে অংশগ্রহণ করতেই পারেন। এর পরপরই অশ্বিনের জন্য দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্টে অংশগ্রহণের প্রস্তাব আসে। এরপরই সিডনি থান্ডার ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত আসে।
তারকা ডানহাতি পেসার এই বিষয়ে আরও বলেন, 'এই ফর্ম্যাটে ভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয় এবং টানটান উত্তেজনা থাকে। তাই এই ফর্ম্যাটে আমার প্রাক্তন কিছু সতীর্থের সঙ্গে খেলতে নামতে আমি মুখিয়ে রয়েছি। প্রতিপক্ষেও বেশ কয়েকজন ভাল ক্রিকেটার থাকবে। তাঁদের বিরুদ্ধে খেলতে নামারও অপেক্ষায় রয়েছি। আশা করছি বেশ একটা চ্য়ালেঞ্জিং প্রতিযোগিতা হতে চলেছে।'
টুর্নামেন্টের উদ্যোক্তরাও অশ্বিনের মতো এক কিংবদন্তি এতে অংশগ্রহণ করায় উচ্ছ্বসিত। তাঁরা এক বিবৃতিতে জানান, 'বর্তমান যুগের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম অশ্বিনের এই দ্রুত গতির টুর্নামেন্টে অংশগ্রহণ করাটা টিম ইন্ডিয়ার দলে অভিজ্ঞতা, ভারসাম্য এবং তারকা শক্তি বাড়াবে।'




















