Rishabh Pant Car Accident: গাড়ি দুর্ঘটনার কবলে পন্থ, সুস্থতা কামনা করে ট্যুইট লক্ষ্মণ, বিলিংসদের
Rishabh Pant Accident: উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনার (Rishabh Pant Car Accident) কবলে পড়ে বলে খবর।
নয়াদিল্লি: দুর্ঘটনার শিকার ভারতীয় দলের উইকেটকিপার ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের রুরকির সমীপ মোড়ে ঋষভের গাড়ি দুর্ঘটনার (Rishabh Pant Car Accident) কবলে পড়ে। জানা গিয়েছে, দুর্ঘটনার পর ঋষভের গাড়িতে আগুন পর্যন্ত লেগে যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, দুর্ঘটনায় জখম ঋষভ পন্থকে প্রথমে রুরকির হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাঁকে দিল্লির হাসপাতালে রেফার করা হয়েছে।
চোট মাথায়, পিঠে
ঋষভ পন্থের মাথায় চোট তো আছেই, ক্ষত-বিক্ষত তাঁর পিঠও। শোনা যাচ্ছে, ঋষভের প্লাস্টিক সার্জারিও করা হতে পারে। বাড়ি ফেরার পথে ঋষভের গাড়ি দুর্ঘটনায় পড়ে। খবর অনুযায়ী, গাড়ি চালাতে চালাতে পন্থের চোখ লেগে যায় এবং তাঁর ফলেই এই দুর্ঘটনা ঘটে। ঋষভের গাড়ি রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এর পর গাড়িটিতে আগুন ধরে যায়। তবে জানা গিয়েছে, আগুন লাগার আগেই গাড়ি থেকে নেমে যান ঋষভ। সেখানে উপস্থিত লোকজন জানান, অনেক কষ্টে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর পর পন্থকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পন্থের সুস্থতা কামনা করে তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) থেকে ভারতের কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman), পন্থের প্রাক্তন সতীর্থ স্যাম বিলিংসের মতো তারকারা পন্থের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। লক্ষ্মণ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ঋষভ পন্থের জন্য প্রার্থনা করছি। সৌভাগ্যবশত ও এখন স্থিতিশীল। ঋষভ পন্থের দ্রুত সুস্থতা কামনা করছি। দ্রুতই সুস্থ হয়ে ফিরে এস চ্যাম্প।' আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ লেখেন, 'আশা করছি ঋষভ পন্থ ভাল আছে। গাড়িটির অবস্থা তো খুবই খারাপ। চোখে দেখা যাচ্ছে না।'
Praying for Rishabh Pant. Thankfully he is out of danger. Wishing @RishabhPant17 a very speedy recovery. Get well soon Champ.
— VVS Laxman (@VVSLaxman281) December 30, 2022
Really hope Rishabh Pant is ok. The car looks absolutely quashed. Horrific to see even.
— Abhinav Mukund (@mukundabhinav) December 30, 2022
দিল্লি ক্যাপিটালসের তরফে জানানো হয়, 'হরিদ্বার জেলার ম্যাঙ্গলুর এবং নারসানের মাঝামাঝি স্থানে ঋষভ পন্থ দুর্ঘটনার কবলে পড়েন। রুরকির হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বর্তমানে দেহরাদুনের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।' পন্থের প্রাক্তন দিল্লি ক্যাপিটালস সতীর্থ বিলিংস লেখেন, 'আশা করছি ঋষভ সুস্থ আছেন।'
Rishabh Pant met with an accident between Manglaur and Narsan in Haridwar district. He has now been shifted to a hospital in Dehradun after receiving primary treatment in a hospital in Roorkee.
— Delhi Capitals (@DelhiCapitals) December 30, 2022
Hope Rishabh is ok!!! 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
— Sam Billings (@sambillings) December 30, 2022
আরও পড়ুন: 'তিনিই ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে যান', পেলের মৃত্যুতে মর্মস্পর্শী বার্তা নেমারের