Best T20 Performance: রোহিত, বুমরার মুকুটে নতুন পালক, উইজডেন বেছে নিল টি-টোয়ন্টি ক্রিকেটে গত বছরের সেরা মুহূর্ত
Rohit Sharma And Jasprit BUmrah: দ্বিতীয়বার কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

নয়াদিল্লি: গত বছর রোহিত শর্মার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে দিয়ে দ্বিতীয়বার কুড়ির ফর্ম্য়াটের বিশ্বকাপ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপেই ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। অন্য়দিকে বল হাতে প্রতি ম্য়াচেই নিজের জাত চিনিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। এবার দুজনের দুটো ম্য়াচ জেতানো পারফরম্য়ান্সকেই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ২০২৪ সালের সেরা পারফরম্য়ান্স হিসেবে বেছে নিল উইজডেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ৯২ রানের ম্য়াচ জেতানো ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেই ম্য়াচে অজিদের হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। কুড়ির ফর্ম্য়াটে গত বছরের সেরা ব্যাটিং পারফরম্য়ান্স হিসেবে উইজডেন বেছে নিয়েছে সেই ইনিংসটিকে। অন্য়দিকে বল হাতে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ৪ ওভারে ১৮ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছিলেন বুমরা। সেই স্পেলটিকেই সেরা টি-টোয়েন্টি ফর্ম্যাটের স্পেল বেছে নেওয়া হয়েছে। সুপার এইটের ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদিনের ম্যাচে রোহিত ৪১ বল ঝোড়ো ৯২ রানের ইনিংসটি খেলেছিলেন। সাতটি বাউন্ডারি ও আটটি ছক্কা হাঁকিয়েছিলেন হিটম্য়ান সেই ম্য়াচে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের ১১ বছর পর কোনও আইসিসি ইভেন্ট জয় ছিল। শেষবার ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় দল। ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু, ব্যাট করতে নেমে গোড়াতেই বেশ চাপের মুখে পড়ে ভারত। একসময় ৩৪ রানে ৩ উইকেট পড়ে যায়। একে একে ফিরে যান রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদবরা। কোনও জুটিই তৈরি হচ্ছিল না। তবে, একদিক ধরে রেখেছিলেন বিরাট কোহলি। এদিন দলের প্রয়োজনের সময় তিনি জ্বলে ওঠেন। অক্ষর পটেলকে নিয়ে অসাধারণ একটা পার্টনারশিপ তৈরি করেন। একটি ৪ ও ৪টি ছক্কার সহযোগে ৩১ বলে ৪৭ রানের দুরন্ত ইনিংস খেলেন বাঁহাতি অলরাউন্ডার পটেল। ৭২ রানের সেই জুটি ভারতীয় ইনিংসের ভীত গড়ে দেয়। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তোলে ভারত। এর মধ্যে শুধু ৭৬ রান বিরাটেরই।
রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকার জন্য শেষ ৪ ওভারে প্রয়োজন ছিল মাত্র ২৬ রান। সেই সময় ভারতকে ম্যাচে ফেরান হার্দিক। দুরন্ত ফর্মে থাকা ব্যক্তিগত ৫২ রানের মাথায় হেনরিক ক্লাসেনকে আউট করেন তিনি। এরপর বুমরা মার্কো জেনসনকে আউট করে দেন। তাতে আরও চাপে পড়েন প্রোটিয়ারা। ১৯ তম ওভারে বল করতে আসেন অর্শদীপ সিং। যাতে মাত্র ৪ রান দেন ভারতীয় এই পেসার। শেষ ওভারে হার্দিকের জন্য মঞ্চটা তৈরি হয়ে যায়। প্রথম বলেই ভয়ানক ডেভিড মিলারের উইকেট তুলে নেন ভারতীয় অলরাউন্ডার। অসাধারণ ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব। শেষমেশ ৭ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
