Rohit Sharma: প্রয়োজন আর দুটো মাত্র বড় শট, তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়বেন রোহিত
IND vs NZ ODI: গত বছর রোহিতের কেরিয়ারে অনেকগুলো উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হয়েছে। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। সেই ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৬ রান।

মুম্বই: নিউজিল্য়ান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের (ODI Series) প্রথম ম্য়াচেই নতুন রেকর্ড গড়ে ফেলতে পারেন রোহিত শর্মা (Rohit Sharma)। আগামীকাল ১১ জানুয়ারি কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। এখনও পর্যন্ত রোহিত শর্মা তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ৬৪৮টি ছক্কা হাঁকিয়েছেন। আর মাত্র দুটো ছক্কা দরকার হিটম্য়ানের।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পর্যন্ত কোনও ব্যাটার সাড়ে ছয়শো ছক্কা হাঁকাতে পারেননি। সেই তালিকায় প্রথম নাম হয়ত হতে পারেন রোহিত। আর দুটো ছক্কা হাঁকালেই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৬৫০টি ছক্কা হাঁকিয়ে ফেলবেন রোহিত। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতই সর্বাধিক ছক্কার মালিক। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছিলেন। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদি ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে। ব্রেন্ডন ম্য়াকালাম নিউজিল্য়ান্ডের প্রাক্তন অধিনায়ক। তিনি মোট ৩৯৮ ছক্কা হাঁকিয়েছিলেন। এছাড়া আরেক কিউয়ি মার্টিন গাপ্টিল ৩৮৩টি ছক্কা হাঁকিয়েছিলেন।
গত বছর রোহিতের কেরিয়ারে অনেকগুলো উল্লেখযোগ্য মুহূর্ত তৈরি হয়েছে। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন। সেই ফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছিল ৭৬ রান। এরপর টেস্ট থেকে আচমকাই সরে দাঁড়ান। গত অস্ট্রেলিয়া সফরের আগে তাঁর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়। সেই অজি সফরে গিয়েই সিডনিতে শতরান পূরণ করেছিলেন। ৩৮ বছর বয়সে এসে ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের এক নম্বর ব্য়াটারও হয়েছেন রোহিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচে বিশাখাপত্তনমে আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ভারতীয় হিসেবে ২০ হাজার রান করার নজিরও গড়েছেন হিটম্য়ান।
ইতিমধ্যেই এই ফর্ম্যাটে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক তিনি। টেক্কা দিয়ে দিয়েছেন শাহিদ আফ্রিদিকে। এই মুহূর্তে ২৭৯ ওয়ান ডে ম্য়াচে রোহিতের ঝুলিতে রয়েছে ৩৫৫ ছক্কা। এই পরিস্থিতিতে নতুন বছরে পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটে আরও ৪৫টি ছক্কা হাঁকাতে পারলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই ফর্ম্য়াটে চারশো ছক্কা হাঁকানোর নজির গড়ে ফেলবেন রোহিত শর্মা।
এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে রোহিত শর্মা আটবার দেড়শো বা তার বেশি রানের ইনিংস খেলেছেন। আর একবার করতে পারলেই সংখ্যাটা নয়ে পৌঁছে যাবে। এক্ষেত্রেও বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়বেন হিটম্য়ান। টেক্কা দেবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে।




















