Rohit Sharma: নেটে ঘণ্টার পর ঘণ্টা গা ঘামাচ্ছেন, রঞ্জিতে জম্মু-কাশ্মীর ম্য়াচে বড় রানের খোঁজে রোহিত
Ranji Trophy: বোর্ডের নির্দেশ মেনে প্রত্যেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। সেই মত রোহিতও মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রঞ্জি ট্রফিতে খেলবেন।

মুম্বই: রঞ্জি ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবেন রোহিত শর্মা। ভারত অধিনায়ক প্রায় ১০ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফের খেলবেন মুম্বইয়ের জার্সিতে। অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পরই বোর্ডের নির্দেশ মেনে প্রত্যেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে ফিরছেন। সেই মত রোহিতও মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রঞ্জি ট্রফিতে খেলবেন। সেই মতই গত দেড় সপ্তাহ ধরে তিনি মুম্বই ক্রিকেট দলের সঙ্গে অনুশীলন সারছেন। মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশনের তরফে সোশ্য়াল মিডিয়ায় রোহিতের নেট অনুশীলনের ছবি পোস্ট করে লেখা হয়েছে, ''হিটম্য়ান শো'
View this post on Instagram
২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়রি পর্যন্ত মুম্বই জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবে। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার রঞ্জি ট্রফির ম্য়াচে খেলতে নেমেছিলেন রোহিত। সেই ম্য়াচে ১৪০ বলে ১১৩ রানের ইনিংস খেলেছিলেন। ম্য়াচটি ড্র হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্সের পর বেশ চাপে রয়েছেন রোহিত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিই নেতৃত্বে। কিন্তু অধিনায়কত্ব হারাতে পারেন টুর্নামেন্টের পরই। এমনকী যদি পারফরম্য়ান্সেও বদল না হয়, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও কিন্তু দলে জায়গা করে নেওয়া বেশ চাপের অভিজ্ঞ মুম্বইয়করের। এই পরিস্থিতিতে নেটে নাগাড়ে গা ঘামাচ্ছেন। নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন রোহিত। রঞ্জি ট্রফির প্রত্যাবর্তন ইনিংসটি স্মরণীয় করে রাখতে মরিয়া হিটম্য়ান।
রঞ্জি ট্রফিতে খেলবেন বিরাট
যদি সত্যিই রঞ্জি ট্রফিতে ফের খেলেন বিরাট, তবে ১৩ বছর পর ফের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে প্রাক্তন ভারত অধিনায়ককে। ২০১২ সালে শেষবার ঘরোয়া ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল বিরাটকে। কিছুদিন আগেই সৌরাষ্ট্রর বিরুদ্ধে ম্য়াচে বিরাটের নাম প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। কিন্তু চোট রয়েছে বলে সরে দাঁড়াচ্ছেন তিনি এমনই খবর প্রকাশিত হয়েছিল সব সংবাদমাধ্যমে। তবে এবার শোনা যাচ্ছে আগামী ৩০ জানুয়ারি থেকে দিল্লি বনাম রেলওয়েজ ম্য়াচে হয়ত মাঠে নামবেন বিরাট।
সাম্প্রতিক সময়ে একেবারেই ভাল ফর্মে নেই কোহলি। বাংলাদেশের বিরুদ্ধএ টেস্ট্ সিরিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি টেস্টে একটি শতরান এসেছে পারথে। কিন্তু তাছাড়া বলার মত কোনও পারফরম্য়ান্স নেই। এমনকী যেভাবে বারবার অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে অস্ট্রেলিয়ায় আউট হয়েছেন, এরপর বিরাটের টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেককে ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন। এরপরই ধীরে ধীরে রঞ্জি খেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকে।




















