IND vs ENG 4th Test: কোহলি, বুমরাদের অনুপস্থিতিতেও নেই চাপ, তারুণ্যেই আস্থা জ্ঞাপন শুভমন গিলের
India vs England 4th Test: রাঁচিতে চতুর্থ টেস্টে ভারতের হয়ে কেএল রাহুল চোটের কারণে নেই, বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে, বিরাট কোহলি গোটা সিরিজ়েই নেই।
রাঁচি: গোটা সিরিজ়ে নেই বিরাট কোহলি, চোট কেএল রাহুলের, চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকেও। তাও দলের সাফল্যের বিষয়ে কিন্তু আশাবাদী শুভমন গিল (Shubman Gill)। রাঁচিতে চতুর্থ টেস্টের আগে তারুণ্যের জয়গানই শোনা গেল ভারতীয় তারকা ক্রিকেটারের গলায়।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে গিল বলেন, 'বিরাট কোহলি আমাদের সঙ্গে তিন ম্যাচ ধরে নেই। ওঁর মতো একজন খেলোয়াড়ের অনুপস্থিতি তো অবশ্যই বড় ধাক্কা। তবে ওঁর জায়গায় সরফরাজ খান দলে সুযোগ পেয়ে তো দুর্দান্ত ব্যাটিং করেছে। নতুন খেলোয়াড়রা দলে সুযোগ পাচ্ছে এবং সেই সুযোগ কাজেও লাগাচ্ছে। কোহলির মতো বুমরার না খেলাটাও বড় মিস। ওঁ আমাদের ফাস্ট বোলিং বিভাগকে নেতৃত্ব দেয়। কিন্তু মহম্মদ সিরাজও গত ম্যাচে চার উইকেট নিয়েছে। আমাদের সব ফাস্ট বোলারই ভারতীয় পরিবেশে বল রিভার্স স্যুইং করানোয় দক্ষ। তরুণরা সিনিয়রদের অনুপস্থিতিতে যেভাবে পারফর্ম করেছে, তা প্রশংসা পাওয়ারই যোগ্য। সিনিয়রা না থাকার ফলে যে ওদের সামনে এই বড় সুযোগটা এসেছে, সে বিষয়ে সকলেই অবগত এবং সকলেই কিন্তু সুযোগটাকে কাজেও লাগিয়েছে।'
চলতি সিরিজ়ে কিন্তু তারুণ্যেরই জয়জয়কার। সরফরাজ তো আছেনই, তবে ব্যাট হাতে যার পারফরম্যান্স সবথেকে বেশি নজর কেড়েছে, তিনি যশস্বী জয়সওয়াল। নাগাড়ে দুইটি দ্বিশতরান হাঁকিয়েছেন তরুণ ভারতীয় ওপেনার। যশস্বীর প্রতিভায় মুগ্ধ শুভমন গিলও। 'যশস্বী নাগাড়ে দুই টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছে। একজন দুর্দান্ত প্রতিভা ছাড়া এরম পারফরম্যান্স করা সম্ভব নয়। ভারত নয়, গোটা বিশ্বে এই রেকর্ড হাতে গোনা কয়েকজনের রয়েছে। ও অনবদ্য একজন প্রতিভা, যার নির্দশন এখন গোটা বিশ্ব দেখতে পাচ্ছে।' যশস্বী প্রসঙ্গে দাবি শুভমনের।
যশস্বীর জন্য নিজের ওপেনিং পজিশন হারালেও কিন্তু সেই নিয়েও বিচলিত নন শুভমন। তিনি বলেন, 'তিনে নম্বরে এই প্রথম ব্যাট করছি এমন তো নয়। আমি এই পজিশনে রঞ্জি ট্রফি এবং ভারত এ দলের হয়ে বহুবার ব্যাটিং করেছি। এরজন্য আমায় খুব কিছু বদলও করিনি। তবে হ্যাঁ, ওপেনিং এবং তিনে ব্যাট করার মধ্যে কিছু পার্থক্য তো আছেই।' শুরুতে তিনে ব্যাটিং করে বড় রান করতে ব্যর্থ হলেও, গিল সম্প্রতি ফর্মে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনি ১০৪ রান করার পর গত ম্যাচেও ৯১ রান করেন তিনি। রাঁচিতেও তাঁর ফর্ম অব্যাহত থাকে কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নিলামে দল পাননি, অভিষেক টেস্টে দুরন্ত পারফরম্যান্সে নাইট শিবিরে ঢুকে পড়তে পারেন সরফরাজ