IND vs NZ: সেবার তিনি পারেননি, এবার রোহিত পারবেন? ফাইনালের আগে স্মৃতিচারণায় কী বললেন সৌরভ?
ICC Champions Trophy Final 2025: ভারত কি পারবে? রোহিতের নেতৃত্বে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া চলতি টুর্নামেন্টে। অন্যদিকে মিচেল স্যান্টনারের নেতৃত্বে বেশ ছন্দে দেখা গিয়েছে কিউয়ি বাহিনীকে।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কারা জিতবে? কাদের পাল্লা ভারী? ২০০০ সালে তাঁর নেতৃত্বেই চ্য়াম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিয়েছিল টিম ইন্ডিয়া। সেবার এই কিউয়িদের বিরুদ্ধেই হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভের ভারতের। আগামীকাল ৯ মার্চ রবিবার টুর্নামেন্টের ফাইনালে রোহিত ভারতের সামনে বিরাট চ্যালেঞ্জ কিউয়ি কাঁটা উপড়ে ফেলার। ভারত কি পারবে? রোহিতের নেতৃত্বে এখনও পর্যন্ত অপরাজিত টিম ইন্ডিয়া চলতি টুর্নামেন্টে। অন্যদিকে মিচেল স্যান্টনারের নেতৃত্বে বেশ ছন্দে দেখা গিয়েছে কিউয়ি বাহিনীকে।
সৌরভ বলছেন, ''ভারতীয় দলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তাঁরা ভাল খেলতে পারবে। তবে ফাইনালের লড়াই একদম আলাদা। যে দল ভাল পারফর্ম করবে, তারাই চ্য়াম্পিয়ন হবে।'' এর আগে সৌরভ একবার বলেছিলেন টুর্নামেন্ট শুরুর আগে যে ভারত ও নিউজিল্যান্ড সেমিতে জায়গা পাকা করে নেবে। সেই মতই এই দুটো দলই শেষ চারে জায়গা করেছিল। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে ও নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে।
সৌরভের রেকর্ড ভেঙে দেবেন বিরাট?
ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়া শেষবার কোনও আইসিসি খেতাব জিতেছিল ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট কোহলি। তারপর কেটে গিয়েছে ১২ বছর। ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বিরাট। আর এই ম্যাচে একটি কীর্তিও গড়তে পারেন কোহলি।
ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বিরাট কোহলি মোট ৪ বার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছেন। চার ফাইনালে কোহলি মোট ১৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৩৪.২৫। একটি হাফসেঞ্চুরি করেছেন কিংগ কোহলি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সর্বাধিক রানের মালিক হওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। আর ৫ রান করতে পারলেই কোহলি ভেঙে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরই শোনা যাচ্ছে রোহিত শর্মা নাকি ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর নিতে পারেন। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপের সময় ৩৯ পেরিয়ে যাবেন হিটম্য়ান। তাই শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য মরিয়া থাকবেন রোহিত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তাঁর নেতৃত্বে ভারত। এবার আরও একটা আইসিসি ইভেন্ট অধিনায়ক হিসেবে জিততে চাইবেন রোহিত।




















