Ganguly on Rahane: রাহানে নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সহ অধিনায়ক হিসেবে এই প্লেয়ারকে দেখতে চেয়েছিলেন সৌরভ
IND vs WI: কিন্তু আচমকা ১৮ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা ৩৫ বছরের রাহানেকে সহ অধিনায়ক নির্বাচিত করা কতটা যুক্তিযুক্ত? তা নিয়েই প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
![Ganguly on Rahane: রাহানে নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সহ অধিনায়ক হিসেবে এই প্লেয়ারকে দেখতে চেয়েছিলেন সৌরভ Sourav Ganguly reaction Ajinkya Rahane vice-captaincy decision West Indies tour Test series Ganguly on Rahane: রাহানে নয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে সহ অধিনায়ক হিসেবে এই প্লেয়ারকে দেখতে চেয়েছিলেন সৌরভ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/18/cc8521be5fd2e3245ae88942f2dc8dde_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: দীর্ঘ ১৮ মাস জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। এরপর ফিরে এসেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের সফল ব্যাটার হয়েছেন তিনিই। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন রাহানে। আর এপরই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে রাহানেকে দলের সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। কিন্তু আচমকা ১৮ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন করা ৩৫ বছরের রাহানেকে সহ অধিনায়ক নির্বাচিত করা কতটা যুক্তিযুক্ত? তা নিয়েই প্রশ্ন তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রাক্তন বোর্ড সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ''১৮ মাস জাতীয় দলের বাইরে থাকার পর একজন কামব্যাক করল। একটি টেস্ট খেলল। এরপর তাঁকে হঠাৎ করে পরের সিরিজে সহ অধিনায়ক নির্বাচিত করে দেওয়া হল। ঠিক কোন পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আমার কাছে অবাক লাগছে। এই দলে রবীন্দ্র জাডেজার মত তারকা রয়েছে। যে দীর্ঘদিন ধরে জাতীয় দলের অঙ্গ। টেস্টে ধারাবাহিকভাবে খেলছে ও। আমার মতে টেস্টে সহ অধিনায়ক হওয়ার দৌড়ে জাডেজাই অটোমেটিক চয়েস হত।''
চেতেশ্বর পূজারার দল থেকে বাদ পড়া নিয়েও মুখ খুলেছেন সৌরভ। তিনি বলেন, ''নির্বাচকদের একটা স্বচ্ছ ধারণা রাখা উচিত পূজারাকে নিয়ে। আদৌ তাঁরা কি পূজারাকে আর জাতীয় দলের অংশ হিসেবে দেখতে চান? তাঁরা কি তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চান? পূজারার মত প্লেয়ার বারবার বাদ পড়বেন, আবার দল ঢুকবেন এমনটা হতে পারে না। একই বিষয় অজিঙ্ক রাহানের ক্ষেত্রেও খাটে।''
কোহলির মাথায় ওয়ান ডে বিশ্বকাপ
ইতিমধ্যেই ৫০ ওভারের বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। ৫ অক্টোবর গত বারের দুই ফাইনালিস্ট, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ১২ বছর পর ফের একবার ভারতের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসতে চলেছে। শেষবার ২০১১ সালে ভারতে আয়োজিত বিশ্বকাপে খেতাব টিম ইন্ডিয়াই জিতেছিল। সেই দলের অঙ্গ ছিলেন বিরাট কোহলি। ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কোহলি।
কোন স্টেডিয়ামে খেলতে নামার জন্য সবথেকে মুখিয়ে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার? কোহলি বলেন, 'ব্যক্তিগতভাবে এই বিশ্বকাপে আমি মুম্বইতে ম্যাচ খেলার জন্য মুখিয়ে রয়েছি। ওই পরিবেশে খেলাটা দারুণ হবে। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার অনুভূতিটা আমি বুঝি। তাই আসন্ন বিশ্বকাপের জন্য সমর্থকরা ঠিক কতটা মুখিয়ে রয়েছেন সেই বিষয়ে আমি অবগত।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)