Kuldeep Yadav: চাহাল নয়, কুলদীপকেই বিশ্বকাপের স্কোয়াডে দেখতে চাইছেন এই প্রাক্তন স্পিনার
World Cup 2023: চলতি বছরের শেষে ভারতেই বসতে চলেছে বিশ্বকাপের আসর। ঘরের মাঠে স্পিনিং ট্র্য়াকে ফের কুল-চা জুটিকে কি দেখতে পাওয়া যাবে?
মুম্বই: সাম্প্রতিককালে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে ফের একসঙ্গে খেলছেন কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। এর আগে দীর্ঘ সময়ে কুল-চা জুটি একসঙ্গে খেলছেন। কিন্তু এই মুহূর্তে জাতীয় দলে চাহালের থেকে বেশি অপরিহার্য হয়ে উঠেছেন ফের চায়নাম্যান কুলদীপ। প্রাক্তন স্পিনার ও জাতীয় দলের প্রাক্তন নির্বাচক সুনীশ যোশী মনে করেন ভারতের মাটিতে বসতে চলা চলতি বছরের শেষে বিশ্বকাপের আসরে চাহালের থেকে কুলদীপের দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল।
কী বলছেন যোশী?
প্রাক্তন নির্বাচক সুনীল যোশী বলেন, ''বিশ্বকাপ এখনও অনেকটা সময় রয়েছে। তবে যেই ছন্দে কুলদীপ রয়েছে, তাতে ওর বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পাওয়া কোনও সমস্যাই নয়। শুধু কুলদীপকে আরও ধারাবাহিক হতে হবে। কীভাবে নিজেকে ও তৈরি করছে আগামী সাত আট মাসে, তার ওপর নির্ভর করছে সব।''
চাহালকে স্কোয়াডে রাখবেন না? যোশী বলছেন, ''আমার মনে হয় না। কারণ আমি আমার স্কোয়াডে জাডেজাকে রাখব। ব্যাক আপ স্পিনার হিসেবে থাকবে অক্ষর পটেল। যদি অতিরিক্ত একজন লেগস্পিনার নিতে হয়, তবে রবি বিষ্ণােইয়ের কথা ভাব। কারণ ওর গতি চাহালের থেকেও বেশি, আর ফিল্ডার হিসেবেও চাহালের থেকে অনেক ভাল বিষ্ণোই।''
বরখাস্ত পিচ প্রস্তুতকারক
লখনউতে স্পিন সহায়ক পিচে রান করাটাই কঠিন ছিল। নিউজিল্যান্ড ব্যাটাররা প্রথমে ব্যাট করে ৯৯ রানের বেশি করতে পারেনি। জবাবে ভারতীয় দলও মাত্র এক বল বাকি থাকতে ম্যাচ জেতে। অবশ্য পিচ নিয়ে অভিযোগ জানালেও, কানাঘুষো শোনা যায় যে ভারতীয় দলের অনুরোধেই নাকি শেষ মুহূর্তে পিচ বদলাতে হয়ে প্রস্তুতকারককে। আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসফ্রাঞ্চাইজি এই মাঠেই নিজেদের ম্যাচগুলি খেলবে। শোনা যাচ্ছে আইপিএলের সেই ম্যাচগুলির কথা ভেবেই পিচ প্রস্তুতকারককে বরখাস্ত করা হয়েছে। তাঁর বদলে গ্বালিয়রের সঞ্জীব আগরওয়ালকে নতুন পিচ প্রস্তুতকারকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে খবর।