Suryakumar Yadav: রোহিতের পর নেতৃত্ব হারাতে পারেন সূর্যকুমার যাদব? ভারতীয় ক্রিকেটে ফের শুরু হতে পারে তোলপাড়
Shubman Gill: অজিত আগরকার ভারতের একদিনের দলের অধিনায়ক পরিবর্তন নিয়ে বলেছেন যে 'তিনটি ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক রাখা কঠিন' ।

মুম্বই: ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সূচনা ১৯ অক্টোবর থেকে হতে চলেছে । টিম ইন্ডিয়াকে এই সফরে ৩টি একদিনের ম্যাচ এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে । এর জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) একদিনের এবং টি-টোয়েন্টি উভয় সিরিজের জন্যই দল ঘোষণা করেছে । ভারতের একদিনের দলের নতুন অধিনায়ক করা হয়েছে শুভমন গিলকে (Shubman Gill) । রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে । ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পরে বিতর্কও শুরু হয়েছে । তারপর থেকে টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক পরিবর্তনের আলোচনা জোরদার হয়েছে । জল্পনা চলছে, সূর্যকুমার যাদবকে সরিয়ে কি টি-২০ দলের রাজ্যপাটও তুলে দেওয়া হবে শুভমন গিলের হাতে?
অজিত আগরকার বললেন বড় কথা
বিসিসিআই-এর প্রধান নির্বাচক অজিত আগরকার অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার পরে বড় মন্তব্য করেছেন । অজিত আগরকার ভারতের একদিনের দলের অধিনায়ক পরিবর্তন নিয়ে বলেছেন যে 'তিনটি ফর্ম্যাটে আলাদা আলাদা অধিনায়ক রাখা কঠিন' । আগরকার বলেছেন যে 'তিনটি ফর্ম্যাটে আলাদা অধিনায়ক থাকলে কৌশল তৈরি করতে সমস্যা হয় ।' তারপর থেকেই শুভমনকে টি-২০ দলেরও অধিনায়ক করার সম্ভাবনা আরও জোরাল হয়েছে ।
সূর্যকুমার যাদবের কাছ থেকে চলে যাবে নেতৃত্ব?
রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে শুভমন গিলকে এই ফর্ম্যাটের নেতৃত্ব দেওয়া হয়েছিল । এখন ভারতের একদিনের দলের দায়িত্বও গিলকে দেওয়া হয়েছে । অজিত আগরকরের মন্তব্য থেকে অনুমান করা হচ্ছে যে, তিনটি ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার একজনই অধিনায়ক থাকতে পারে । টেস্ট এবং একদিনের ম্যাচে শুভমন গিলের অধিনায়ক হওয়ার পরে, এখন সম্ভবত টি-টোয়েন্টির অধিনায়কও গিলকে করা হতে পারে ।
𝙏𝙝𝙚 𝙍𝙤-𝙃𝙞𝙩 𝙀𝙛𝙛𝙚𝙘𝙩 🔥
— BCCI (@BCCI) October 4, 2025
Asia Cup 2023 🏆
ICC Champions Trophy 2025 🏆
A salute to the ODI Captaincy tenure of Rohit Sharma 🫡#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hdj8I3zrQT
বিসিসিআই-এর তরফে এ বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি । সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি ফর্ম্যাটে এশিয়া কাপ জিতেছে । এমতাবস্থায়, ভারতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই । এছাড়াও, অস্ট্রেলিয়া সফরের জন্য টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হয়েছে সূর্যকুমার যাদবকে ।




















