Team of the Tournament: ভারতীয় দলে সুপারস্টার তিনি, বিশ্বকাপ জিতিয়েও আইসিসির দলে ব্রাত্য বিরাট
T20 World Cup 2024 Best Team: টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতই প্রথম দল যারা কোনও ম্য়াচ না হেরেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। রোহিত শর্মা প্রথম ভারতীয় যিনি প্লেয়ার ও অধিনায়ক ট্রফি জিতলেন।
![Team of the Tournament: ভারতীয় দলে সুপারস্টার তিনি, বিশ্বকাপ জিতিয়েও আইসিসির দলে ব্রাত্য বিরাট t20 world cup 2024 team of the tournament icc bcci six Indian players in the list Team of the Tournament: ভারতীয় দলে সুপারস্টার তিনি, বিশ্বকাপ জিতিয়েও আইসিসির দলে ব্রাত্য বিরাট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/5829829529efde6ba465d1261c62d0871719819457814206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024) শেষ হয়ে গিয়েছে। গত শনিবার ফাইনালের মঞ্চে ভারত দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতীয় ক্রিকেটারদের দাপট দেখা গিয়েছে। ব্যাটে-বলে- ফিল্ডিংয়ে অলরাউন্ড পারফরম্য়ান্সই ভারতকে বিশ্বজয়ে করতে সাহায্য করেছে। এবার আইসিসি (ICC) গোটা টুর্নামেন্ট থেকে সেরা একাদশ বেছে নিল। আর সেই একাদশে জায়গা করে নিলেন ৬ জন ভারতীয় (Indian Cricket Team)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারতই প্রথম দল যারা কোনও ম্য়াচ না হেরেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। রোহিত শর্মা প্রথম ভারতীয় যিনি প্লেয়ার ও অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন। আইসিসি যে সেরা একাদশ বেছে নিয়েছে গোটা টুর্নামেন্ট থেকে সেখানে জায়গা পাননি বিরাট কোহলি। এটাই সবচেয়ে বড় চমক একাদশে। ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়কে একাদশে রাখতে পারেনি আইসিসি। তার কারণ একমাত্র ফাইনাল ম্য়াচ ছাড়া বিরাট গোটা টুর্নামেন্টে একেবারেই ভাল পারফর্ম করতে পারেননি। তবে জায়গা করে নিয়েছেন রোহিত শর্মা নিজে। এছাড়া বাকি পাঁচজন হলেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ।
রোহিত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। ১৫৬-র ওপর স্ট্রাইক রেটে তিনটি অর্ধশতরানের সঙ্গে মোট ২৫৭ রান করেছিলেন হিটম্য়ান। সূর্যকুমার যাদব দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের বিরুদ্ধে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৪৭ রানের ইনিংস খেলছিলেন। হার্দিক ব্যাট হাতে ১৪৪ ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন বিশ্বকাপে। ফাইনালে ক্লাসেন ও মিলারের উইকেটও রয়েছে তার মধ্য়ে। অক্ষর পটেল ৯২ রান ও ৯ উইকেট নিয়েছেন।
বল হাতে বুমরা তো ভারতের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিলেন। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন তিনি। মাত্র ৪.১৭ ইকনমি রেটে ১৫ উইকেট নিয়েছেন। ফাইনালে ডেথ ওভারে তাঁর আঁটােসাঁটো বোলিংয়ের কোনও জবাব ছিল না মিলার, ক্লাসেনের কাছেও। আর অর্শদীপ টুর্নামেন্টের সর্বােচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন যুগ্মভাবে। ঝুলিতে ১৭ উইকেট। আফগানিস্তানের ফাজাল্লাখ ফারুকিরও ১৭ উইকেট ঝুলিতে।
আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাছাই করা সেরা একাদশ: রোহিত শর্মা, রহমনউল্লাহ গুরবাজ, নিকোলাস পুরান, সূর্যকুমার যাদব, মার্কাস স্টোইনিস, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, রশিদ খান, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, ফাজাল্লাখ ফারুকি, আনরিচ নোকিয়া (দ্বাদশ ব্যক্তি)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)