Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে অশান্তির আবহ! অনুশীলনেই কি ঝামেলা লাগল বাবর-ইমাদের?
Pakistan Cricket Team: ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাক শিবির। এরপরই প্লেয়ারদের পারফরম্য়ান্সের নিরিখে চূড়ান্ত দল ঘোষণা করা হবে।
করাচি: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। বেশিরভাগ টিমই তাঁদের দল ঘোষণা করে ফেলেছে। আবার অনেক দল এখনও তাঁদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে পারেনি। সেই তালিকায় আছে পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket Team)। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাক শিবির। এরপরই প্লেয়ারদের পারফরম্য়ান্সের নিরিখে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কিন্তু তার আগেই কি অশান্তি লেগে গেল পাকিস্তান ক্রিকেট শিবরে? অনুশীলনের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অধিনায়ক বাবর আজমের সঙ্গে যেন একটু বিরক্তি প্রকাশ করে কথা বলছেন। যদিও তাতে পরিষ্কার না যে আদৌ ঝামেলা হয়েছে কিনা দুজনের মধ্যে। কিন্তু এমন ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনেকেই পাক ক্রিকেটের ভাঙনের আশঙ্কা করেছেন।
What happened???#BabarAzam𓃵 #PakistanCricket #Cricket pic.twitter.com/caIkxZKxum
— Urooj Jawed🇵🇰 (@uroojjawed12) May 6, 2024
১ জুন থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে পাকিস্তান শিবির। তার আগেই ইল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে পাক শিবির। ইমাদ ওয়াসিম অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরে এসেছেন। পিএসএলে ভাল পারফর্ম করার পরই ইমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়।
Imad wasim.. Hum teeno boht achy dost hen 🤡#PakistanCricket #Cricket #BabarAzam pic.twitter.com/wR1fs01MLO
— Urooj Jawed🇵🇰 (@uroojjawed12) May 4, 2024
এদিকে, বাবরের সঙ্গে ঝামেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইমাদ নিজেই। তিনি জানিয়েছেন যে, সবাই খুব ভাল বন্ধু তাঁরা। উল্লেখ্য়, ইমাদ ওয়াসিম পাকিস্তানের হয়ে ৬৬টি বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ১৩১.৭ স্ট্রাইক রেটে ৪৮৬ রান করার পাশাপাশি বল হাতে ৬.২৬ ইকোনমি রেটে ৬৫টি উইকেট নিয়েছেন। ১২ মাস আগে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। আবার কিউয়িদের বিরুদ্ধেই প্রত্যাবর্তন ঘটাচ্ছেন তিনি। যদিও সোশ্যাল মিডিয়ায় বাবর-ইমাদের সম্পর্কের রসায়ণ নিয়ে প্রশ্ন উঠছেই।
Speaking or Fighting?
— Don Cricket 🏏 (@doncricket_) May 7, 2024
Imad Wasim angirly speaking with Babar Azam.#T20WorldCup2024pic.twitter.com/hYBi0ZBkmG
উল্লেখ্য, দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন হ্যারিস রউফও। কাঁধের চোটের জন্য নিউজিল্য়ান্ডে বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি