(Source: ECI/ABP News/ABP Majha)
WTC Final 2025: কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে পারে ভারত?
World Test Championship 2025: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে নামবে ভারতীয় দল। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।
মুম্বই: আর কিছুদিন পর থেকেই শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) টেস্ট সিরিজ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে প্রথম টেস্ট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্য়াটের পর এবার টেস্টের আঙিনায় ফের দেখা যাবে টিম ইন্ডিয়াকে (Indian Cricket Team)। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অন্যতম দাবিদার অস্ট্রেলিয়া, ভারত। আগামী বছর ১১ জুন লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের পর বর্ডার-গাওস্কর ট্রফিতে খেলতে নামবে ভারতীয় দল। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। এখনও পর্যন্ত ৬টি ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে ভারত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে। দুটো ম্য়াচে হেরেছিল ভারত। একটি ম্য়াচ ড্র করেছে তাঁরা। এই মুহূর্তে রোহিত শর্মার ভারতের জয়ের হার ৬৮.৫২%। তালিকায় দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের জয়ের শতকরা হার ৬২.৫০%। নিউজিল্যান্ড তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ১০টি ম্য়াচ খেলবে ভারত। সেই ম্য়াচগুলোর মধ্যে অন্ততপক্ষে ৬টি ম্য়াচ জিততেই ভারতকে ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টে পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের টেস্ট সিরিজ। এরপরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে খেলতে নামবে ভারত। এই ম্য়াচগুলোতে যে ভারতই ফেভারিট হিসেবে মাঠে নামবে তা বলাই বাহুল্য।
ফের অনেকদিন পর সাদা পোশাকের ক্রিকেটে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। শুধু দেখা যাওয়াই নয়। আসন্ন টেস্ট সিরিজে রেকর্ডের বন্য়াও দেখা যাবে। তার মধ্যে অন্যতম বিরাট কোহলিকে টেক্কা দিতে পারেন হিটম্য়ান।
এখনও পর্যন্ত ভারতের অধিনায়ক হিসেবে এক বছরে সর্বাধিক জয়ের রেকর্ড রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। কোহলির অধিনায়কত্বে ২০১৭ ও ২০১৯ সালে দু বছরেই ৩১টি করে ম্য়াচ ভারত টেস্ট জেতেছিল বিরাট কোহলির নেতৃত্বে। তিনি টেক্কা দিয়েছিলেন মহম্মজ আজহারউদ্দিন ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ডকে। এবার বিরাটের সেই রেকর্ডও ভেঙে দিতে পারেন রোহিত। এখনও পর্যন্ত ২০২২ সালে ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মা ২৮টি ম্য়াচ জিতেছেন। গত বছর রোহিতের নেতৃত্বে ভারত ২৪টি ম্য়াচ জিতেছে। কোহলির রেকর্ড ভাঙা সত্যিই খুব চ্যালেঞ্জিং হতে চলেছে। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখনও শুধু টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটেই দেশকে নেতৃত্ব দিচ্ছেন হিটম্য়ান।