India Origin Australia Cricketer: অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দলে সুযোগ পেলেন ৩ ভারতীয় বংশোদ্ভুত
U19 Australia Womens Cricketer: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব ১৯ মহিলা ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
সিডনি: ওঁরা তিনজনই ভারতীয় বংশোদ্ভুত। কিন্তু ওঁরা খেলবেন অস্ট্রেলিয়ার জার্সিতে। অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের (U19 Australian Womens Cricketer) স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডেই সুযোগ পেয়েছেন তিন ভারতীয় বংশোদ্ভুত মহিলা ক্রিকেটার। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের অনূর্ধ্ব ১৯ মহিলা ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্রিসবেন ও গোল্ডকোস্টে ১৪ দিনের এই ত্রিদেশীয় সিরিজে চারটি টি-টোয়েন্টি ও দুটো ওয়ান ডে ম্য়াচ খেলবে।
অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল যে ঘোষণা করা হয়েছে সেই দলে জায়গা করে নিয়েছেন রিবায়া সায়ান, সামারা দুলভিন ও হাসরত গিল। তিনজনই ভারতীয় বংশোদ্ভুত। ১৫ সদস্যের অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল ঘোষণা করেছে।
এর আগে অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট দলেও অনেক ভারতীয় বংশোদ্ভুতকে দেখা গিয়েছে। গুরিন্দর সান্ধু, তানভির সাঙ্ঘার মত ক্রিকেটাররা যাঁরা ভারতীয় বংশোদ্ভুত। তাঁরা অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন। স্টুয়ার্ট ক্লার্ক, ব্রান্সপি কুপারের মত ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন। এবার মহিলা ক্রিকেটেও ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটারকে দেখা যাবে।
উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফি খেলতে যাবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালের পর থেকে আর অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজ হারেনি ভারত। এ বছরের পরের দিকে বর্ডার গাওস্কর ট্রফিতে ফেভারিট কারা? অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু হেডেন বলছেন, পূর্বাভাস করা সম্ভব নয়। কারণ, ঘরের মাঠে আগের মতো সুবিধা পায় না অস্ট্রেলিয়া। হেডেন বলেছেন, 'ভারত বনাম অস্ট্রেলিয়া পাঁচটি টেস্ট ম্যাচের মধ্যে তিনটি হবে ড্রপ ইন পিচে। একটি দিন রাতের টেস্ট ম্যাচ রয়েছে। আমি তো মনে করি অস্ট্রেলিয়া ঘরের মাঠের সুবিধা পাবে না। একটা খারাপ সেশনেই ম্য়াচ হাত থেকে বেরিয়ে যেতে পারে।'
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতকেই এগিয়ে রাখছেন রবি শাস্ত্রী। আইসিসি-র ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও প্রাক্তন অলরাউন্ডার শাস্ত্রী বলেছেন, 'বুমরা ফিট থাকলে, মহম্মদ শামি ফিট হয়ে গেলে, সঙ্গে রয়েছে মহম্মদ সিরাজ। রয়েছে আর অশ্বিন, রবীন্দ্র জাডেজা। ভারতের বোলিং আক্রমণ এমন একটা বিভাগ, যাদের পারফরম্যান্স দেখার জন্য সকলে মুখিয়ে থাকে। বেঞ্চ স্ট্রেংথ খুব ভাল।'
আরও পড়ুন: ফের কবে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে ২২ গজ মাতাবেন মহম্মদ শামি?