Asia Cup: দীর্ঘ ৯ বছর পর এশিয়া কাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করল এই দেশ
UAE Cricket Team: পরের বছরের এশিয়া কাপ (Asia Cup) ক্রিকেটের যোগ্যতা অর্জন করল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। দীর্ঘ ৯ বছর পর এশিয়া কাপে খেলবে সংযুক্ত আরব আমিরশাহি।
দুবাই: পরের বছরের এশিয়া কাপ (Asia Cup) ক্রিকেটের যোগ্যতা অর্জন করল সংযুক্ত আরব আমিরশাহি (UAE)। দীর্ঘ ৯ বছর পর এশিয়া কাপে খেলবে সংযুক্ত আরব আমিরশাহি। এসিসি মেন্স প্রিমিয়ার কাপের ফাইনালে ৫৫ রানে ওমানকে হারিয়ে দল তারা। অধিনায়ক মহম্মদ ওয়াসিমের পাশাপাশি গোটা টুর্নামেন্টে নজর কাড়লেন তরুণ ব্যাটার আলিশান শরাফু, পেসার জুনেইদ সিদ্দিকি, আয়ান আফজ়ল খান।
ফাইনালে ৫৬ বলে সেঞ্চুরি করেন মহম্মদ ওয়াসিম। লড়াকু ৩৪ রান করেন শরাফু। দুজনে মিলে ওপেনিং পার্টনারশিপে ৯৪ রান যোগ করেন। বোর্ডে ২০৪ রান তোলার পর বল হাতে ৩৮ রানে তিন উইকেট সিদ্দিকির। ২৯ রানে ২ উইকেট নেন আয়ান আফজল খান। ওমান নির্ধারিত ২০ ওভারে ১৪৯/৯ স্কোরে আটকে যায়। টুর্নামেন্টের শুরুতে এই ওমানের কাছেই হেরে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহি। ফাইনালে তাদের হারিয়ে মধুর প্রতিশোধ নিলেন মহম্মদ ওয়াসিমরা।
২১ বছরের শরাফু টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন। ৬ ইনিংসে ২৭৮ রান করেছেন তিনি। বছরের শুরুতে ডি পি ওয়ার্ল্ড আইএলটি-টোয়েন্টিতেও ছন্দে ছিলেন তিনি। শারজা ওয়ারিয়র্সকে প্লে অফে তুলতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। গোটা টুর্নামেন্টে ঈর্ষণীয় ১৬৩.৫২ স্ট্রাইক রেট রেখে রান করেছেন শরাফু। কুয়েতের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহির প্রথম ম্যাচে অপরাজিত ৯০ রান করেছিলেন।
Congratulations to the UAE for qualifying for the Men's T20I Asia Cup! 🇦🇪#ACC pic.twitter.com/fm1hdAZu2v
— AsianCricketCouncil (@ACCMedia1) April 29, 2024
ফাইনালে জেতার পর শরাফু বলেছেন, 'দলগত সাফল্যের জন্য এই জয়। ব্যাট হাতে অবদান রাখতে পেরে আমি খুশি। ডিপি ওয়ার্ল্ড আইএলটি-টোয়েন্টিতে ভাল খেলে আসায় আত্মবিশ্বাসী ছিলাম। যেখানে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।