Vijay Hazare Trophy: কড়া নিয়মের আওতা থেকে বাদ গেলেন না তারকা ক্রিকেটারও, কেরলের বিজয় হাজারের দল থেকে বাদ স্যামসন
Vijay Hazare Trophy: স্যামসনের অনুপস্থিতিতে সলমন নিজ়ার কেরলকে বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দেবেন।
নয়াদিল্লি: ভারতীয় সীমিত ওভার দলের বিশেষত টি-২০ দলের নিয়মিত সদস্য তিনি। আইপিএলে রাজস্থান রয়্যালস দলের অধিনায়ক। কিছুদিন আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও কেরলকে নেতৃত্ব দিয়েছেন। তবে আসন্ন বিজয় হাজারে ট্রফিতে সেই সঞ্জু স্যামসনকে দল থেকে বাদ দিয়ে দিল কেরল!
রিপোর্ট অনুযায়ী বিজয় হাজারে ট্রফির জন্য কেরলের প্রস্তুতি শিবিরে যোগ দেননি স্যামসন। তারপরেই তাঁকে দল থেকে ছেঁটে ফেলা হল। স্যামসন কেরল ক্রিকেট সংস্থাকে নিজের অনুপস্থিতির কারণ জানিয়ে একটি চিঠিও লিখেছেন বসে খবর। তবে কেরল নিজেদের কড়া নিয়ম মেনে তাঁকে দলে থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেরল সংস্থার নিয়ম অনুযায়ী প্রস্তুতি শিবিরে অংশ নেওয়া ক্রিকেটারদেরই কেবল সেই টুর্নামেন্টের জন্য বিবেচনা করা হয়। সেই নিয়মের আওতা থেকে বাদ গেলেন না দলের অধিনায়ক তথা তারকা ক্রিকেটার স্যামসনও।
স্যামসনের অনুপস্থিতিতে সলমন নিজ়ার কেরলকে বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দেবেন। সচিন বেবি সৈয়দ মুস্তাক আলিতে চোট পাওয়ায় তিনি বিজয় হাজারেতে খেলতে পারবেন না। স্যামসনও নেই। সেই কারণেই সলমনকে নেতৃত্বে দায়ভার দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বিদায়বেলায় প্রতিপক্ষও জানাল কুর্নিশ, ব্রিসবেনে অবসরের পর অশ্বিনকে অজ়ি দলের বিশেষ উপহার