Virat And Rohit: আগামী মাসেই মাঠে নামতে চলেছেন বিরাট, রোহিত? জাতীয় দলের জার্সিতে ফিরছেন?
Virat Kohli And Rohit Sharma Update: আপাতত যা খবর, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে যাচ্ছে। আগে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ হওযার কথা ছিল আগামী আগস্টে। তবে আপাতত আগস্ট মাস পর্যন্ত সেই সিরিজ হচ্ছে না।

লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলছে ভারতীয় দল। সমর্থকরা দুই তারকা ক্রিকেটারকে মিস করেছেন। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুজনে। আইপিএলের পরে আর দুজনকে দেখা যায়নি ২২ গজে। সূত্রের খবর, বিসিসিআই ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের মধ্যে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা রয়েছে। যা আগস্ট মাসে হওয়ার কথা। আর সেই সিরিজেই তাহলে দেখা যেতে পারে বিরাট ও রোহিতকে।
আপাতত যা খবর, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ পিছিয়ে যাচ্ছে। আগে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ হওযার কথা ছিল আগামী আগস্টে। তবে আপাতত আগস্ট মাস পর্যন্ত সেই সিরিজ হচ্ছে না। দু দেশের রাজনৈতিক সম্পর্কের অচলাবস্তার জন্যই পিছিয়ে যাচ্ছে সিরিজ। এই পরিস্থিতিতে বিসিসিআই ও শ্রীলঙ্কা বোর্ডের মধ্য়ে ইতিমধ্য়েই আলোচনা হয়েছে। যাতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজিত করা যাবে।
উল্লেখ্য, কপিল শর্মার শোয়ে রোহিত শর্মাকে নিয়ে করা গৌতম গম্ভীরের মন্তব্য আচমকাই ভাইরাল হয়ে গিয়েছে। ঋষভ পন্থকে সঞ্চালক কপিল শর্মা জিজ্ঞেস করেন, ভারতীয় ড্রেসিংরুমে কে বসের ভূমিকা পালন করে? মুহূর্তের মধ্যে রোহিতের নাম নেন উইকেটকিপার ব্যাটার। ঋষভ পন্থ বলেন, 'রোহিত ভাই এমনই।' ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহাল এবং অভিষেক শর্মার পাশে বসে ছিলেন গৌতম গম্ভীর। হেসে লুটোপুটি খেতে দেখা যায় ভারতের হেড কোচকে। তারপরই গম্ভীর বলেন, 'এখন তো অবসর নিয়ে নিয়েছে। এবার নাম নিতেই পারো।' এটা শুনে সবাই হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলেই।
টি-২০ বিশ্বকাপ জেতার পরই আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন রোহিত। তবে আইপিএল চলাকালীন, গত ৭ মে আচমকাই টেস্ট থেকে অবসর ঘোষণা করেন রোহিত। কঠিন অস্ট্রেলিয়া সফরের পর লাল বলের ক্রিকেট থেকে তাঁর অবসরে কেউ অবাক হয়নি। অস্ট্রেলিয়ায় প্রথম একাদশ থেকে নিজেই সরে দাঁড়িয়েছিলেন ফর্ম হারানো অধিনায়ক। টেস্ট থেকে রোহিতের অবসরে ভারতীয় ক্রিকেটের একটা বড় অধ্যায় শেষ হয়ে গিয়েছে। শুভমন গিলকে টেস্টে ভারতীয় দলের নতুন অধিনায়ক করা হয়েছে। নেতৃত্বের দায়িত্ব পেয়েই ব্যাট হাতে স্বপ্নের ফর্মে গিল।
বিশ্বের নবম ব্যাটার হিসাবে একই টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করলেন শুভমন। দ্বিতীয় ভারতীয় হিসাবে যে নজির গড়লেন তিনি। ১৯৭১ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে যে নজির গড়েছিলেন সুনীল গাওস্কর। ইংল্যান্ডের মাটিতে এই কীর্তি এর আগে একবারই হয়েছে। সেটাও করেছিলেন এক অধিনায়ক। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিরুদ্ধে করেছিলেন গ্রাহাম গুচ।




















