Virat Kohli: কেন বিরাটকে লন্ডনে ফিটনেস টেস্টের অনুমতি দেওয়া হল? ভারতীয় ক্রিকেটে শুরু নতুন বিতর্ক
BCCI: স্টার কালচার যেখানে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বোর্ড, সেখানে বিরাটকে লন্ডনে ফিটনেস টেস্ট দেওয়ার অনুমতি কেন দেওয়া হল তা নিয়েই প্রশ্ন উঠেছে।

মুম্বই: লন্ডনেই ফিটনেস টেস্ট দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেখানেই না কি ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন কিং কোহলি। কিন্তু রোহিত, শুভমন, বুমরাদের যেখানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে (Bengaluru National Cricket Academy) ফিটনেস টেস্ট দিতে হল, সেখানে বিরাটের জন্য কেন ছাড়? তিনি কেন লন্ডনে তাহলে ফিটনেস টেস্ট দিলেন কোহলি? স্টার কালচার যেখানে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বোর্ড, সেখানে বিরাটকে লন্ডনে ফিটনেস টেস্ট দেওয়ার অনুমতি কেন দেওয়া হল তা নিয়েই প্রশ্ন উঠেছে। শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটে।
সর্বভারতীয় এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী লন্ডনে ফিটনেস টেস্ট দেওয়ার ব্যাপারে বোর্ডের কাছে অনুমতি চেয়েছিলেন কোহলি। সেই অনুমতি দিয়েছিল বোর্ড। এনসিএর কোচেদের পর্যবেক্ষণেই কোহলির ফিটনেস টেস্ট হয়। সেখানেই ব্রঙ্কো টেস্ট দেন কিং কোহলি। অনলাইনে এ ধরনের পরীক্ষা দেখে আদৌ কারও ফিটনেস বোঝা যায় কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাক্তন ভারত অধিনায়ককে বিশেষ ছাড় দেওয়ার ব্যাপারটিও ভাল ভাবে দেখছেন না অনেকে।
কোহলি সমর্থকরা অবশ্য বলছেন যে বিরাট একটা বিকল্প চেয়েছিলেন শুধুমাত্র। যাতে তিনি বেঙ্গালুরুর পরিবর্তনে লন্ডনে ফিটনেস টেস্ট দিতে পারেন। তবে কখনওই কোহলি বলেননি যে তিনি বেঙ্গালুরুতে আসতে পারবেন না। সেক্ষেত্রে বোর্ড অনুমতি দেওয়াতেই তিনি লন্ডনে এই টেস্ট দিয়েছেন। অন্য়দিকে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন কোহলি বছরের বেশিরভাগ সময়টা লন্ডনেই থাকেন। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর শুধুমাত্র আইপিএল ও ওয়ান ডে ফর্ম্য়াটেই খেলেন কোহলি। এই পরিস্থিতিতে বছরর খুব অল্প সময়ই তিনি ভারতে থাকেন। তাই ফিটনেস টেস্ট লন্ডন থেকেই দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
ভারতীয় দলে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তাঁর অন্যতম কারণ তাঁদের বয়স। কোহলি এই মুহূর্তে ৩৮ পেরিয়েছে রোহিতের, অন্যদিকে ৩৬ পেরিয়েছে কোহলির। ভারতীয় ক্রিকেটের পক্ষ থেকে যে জানানো হয়েছে রোহিত শর্মা ও বিরাট কোহলি যদি ওয়ান ডে ফর্ম্য়াটে নিজেদের জায়গা ধরে রাখতে চান, সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিৎ। ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে খেলে নিজেদের ফর্ম ও ফিটনেসের পরিচয় রাখতে হবে ২ ক্রিকেটারকে। ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে। সেই সিরিজ দুই তারকা ব্যাটারের কাছে অগ্নিপরীক্ষা হতে পারে।




















