Border-Gavaskar Trophy: ব্যাটে রানের খরা, তবে উন্মাদনায় কোনও ঘাটতি নেই, কোহলিকে এক ঝলক দেখতে গাছে চড়লেন অনুরাগীরা
Virat Kohli: বর্ডার-গাওস্কর ট্রফির আগে রবিবারই অস্ট্রেলিয়ার মাটিতে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি।
পারথ: বিগত পাঁচ বছরে লাল বলের ক্রিকেটে এসেছে মাত্র দুইটি সেঞ্চুরি। সদ্য সমাপ্ত নিউজ়িল্যান্ড সিরিজ়েও তিন টেস্টে সংগ্রহ মাত্র ৯৩ রান। বিরাট কোহলির (Virat Kohli) বর্তমান ব্যাটিং ফর্ম নিয়ে চারিদিকে আলোচনা। তবে ব্যাটিং ফর্ম যেমনই হোক, পৃথিবীর যে প্রান্তেই তিনি খেলুন না কেন, তাঁর জনপ্রিয়তা যে ঠিক কতটা, তার প্রমাণ আবারও পাওয়া গেল।
বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) খেলতে গোটা ভারতীয় দলই অজ়িভূমে। ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট আয়োজিত হবে। সেই ম্যাচের আগে গোটা দলই পারথে অনুশীলন সারছে। মঙ্গলবার টিম ইন্ডিয়ার অপশনাল অনুশীলনে ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালরা উপস্থিত থাকলেও, অনেকেই ছিলেন না। তবে বুধবার, ১৩ নভেম্বর বিরাট কোহলি, যশপ্রীত বুমরাসহ গোটা ভারতীয় দলই অনুশীলন করে। অজ়ি মিডিয়ার খবর অনুযায়ী ভারতীয় দলের অনুশীলন সর্বসমক্ষ থেকে আড়াল করতে ওয়াকায় নেটের চারিপাশ কালো কাপড়ে ঢেকে ফেলা হয়েছে। রয়েছে আরও অনেক বিধিনিষেধ। এমনকী ওয়াকার মাঠে কর্মরত ব্যক্তিদেরও নাকি তাঁদের কোম্পানির হেডের তরফে মেলে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় দলের অনুশীলনের কোনও ছবি, ভিডিও তোলা যাবে না এবং সেইসময় ড্রোনও উড়ানো নিষিদ্ধ।
যদিও ভারতীয় বোর্ড সূত্রে এই রাখ ঢাক গুড় গুড় বিষয়টিকে সম্পূর্ণভাবেই এড়িয়ে যাওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা থাকুক বা না থাকুক, সামনেই বিরাট কোহলি অনুশীলন করছেন, তা চাক্ষুষ না করলে কী হয়! ঠিক সেই লক্ষ্যেই দর্শকরা যা করলেন, তা কোহলির জনপ্রিয়তা প্রমাণের জন্য যথেষ্ট। অজ়ি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সমর্খথকরা যেই মাত্র জানতে পারেন বিরাট কোহলি অনুশীলন করতে নামছেন, তৎক্ষনাত তাঁরা অনুশীলন সংলগ্ন স্থানের গাছগুলিতে উঠে পড়েন। কেউ কেউ তো কোহলিকে এক ঝলক দেখবেন বলে নিজেরা সঙ্গে করে মই পর্যন্ত নিয়ে এসেছিলেন।
অনুশীলনে কোহলিকে কিন্তু একেবারে স্বচ্ছন্দে দেখায় বলে খবর। অনুশীলনে কোহলি লেগ সাইডের কয়েকটি বলে দস্তানায় আঘাত পেলেও, সিংভাগ সময়ই তিনি ছন্দে ছিলেন। অজ়িভূমের বাড়তি বাউন্স ও গতি কোনওদিনই কোহলিকে সমস্যায় ফেলেনি। বরং অস্ট্রেলিয়ার মাটিতেই বারংবার খারাপ ফর্ম কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তনের সাক্ষী থেকেছেন কোহলির অনুরাগীরা। এবারও কি এমন হবে? এমন কিছুরই আশায় রয়েছেন সকলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট, রোহিতের ব্য়াটিং পরামর্শদাতা হবেন সচিন তেন্ডুলকর?