Virat Kohli-Rohit Sharma: আচমকা দুই ফর্ম্যাট থেকে অবসর, রোহিত, বিরাটের জন্য কি ভারতীয় ওয়ান ডে দলের দরজাও বন্ধ? মিলল আপডেট
Indian Cricket Team: এক বছরের অন্তরে একেবারে প্রায় একসঙ্গেই রোহিত ও বিরাট আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেন।

লন্ডন: এক বছরের ব্যবধানে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli), ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং টেস্ট ফর্ম্যাট থেকে সরিয়ে দাঁড়িয়েছেন। অবসর ঘোষণা করেছেন উভয়েই। এরপরে কিন্তু দুই মহাতারকারই ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
রোহিত টেস্টে অবসর ঘোষণার সময়েই জানিয়েছিলেন তিনি ওয়ান ডেতে ভারতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চান। অপরদিকে, বিরাট কোহলিও ২০২৭ সালের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় প্রতিনিধিত্ব করার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে দুই ফর্ম্যাটে অবসর এবং বিশেষত ইংল্যান্ড সফরের প্রাক্কালে টেস্ট থেকে দুইজনের আলবিদা বলার পরেই তাঁদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বেড়েছে। অনেকেই মনে করছেন যে দুই তারকাকেই বিসিসিআইয়ের তরফে একপ্রকার টেস্ট থেকে অবসরের জন্য বাধ্যই করা হয়েছে।
তবে এই দুই তারকার কেউই ওয়ান ডে দলে জায়গা পাওয়ার দৌড়ে এই অবসরের জন্য পিছিয়ে পড়েননি এবং তাঁদের অবসরেও ভারতীয় বোর্ডের কোনওরকম হাত ছিল না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজীব শুক্লা (Rajeev Shukla)। ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআই সহ-সভাপতি বলেন, 'আমি এটা সকলকে একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। আমরা সকলেই বিরাট ও রোহিতকে মিস করছি। তবে (অবসরের) এই সিদ্ধান্তটাও তো রোহিত ও বিরাট নিজেই নিয়েছে। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী আমরা কখনও কোনও ক্রিকেটারকেই বলি না যে তোমার এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নেওয়া উচিত। এটা সবসময় খেলোয়াড়ের সিদ্ধান্ত এবং ওরা নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছে। ওদের অনুপস্থিতিটা তো আমরা সবসময় অনুভব করব, ওরা দারুণ ব্যাটার। তবে আমাদের জন্য ভাল খবর হল যে ওরা সকলে ওয়ান ডে খেলার জন্য উপলব্ধ রয়েছে।'
মঙ্গলবার দিনই রাজীব শুক্লসহ ইংল্যান্ডে সফরকারী গোটা ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলের ক্রিকেটার ও স্টাফরা ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে দেখা করেন। সেখানে তৃতীয় চার্লস প্রতিটি খেলোয়াড়ের খুঁটি নাটি বিষয়ে অবগত ছিলেন এবং সেই বিষয়ে খোঁজখবরও নেন বলে জানান শুক্ল। 'খেলোয়াড়রা তো ওঁর সঙ্গে দেখা করে খুব খুশি কারণ সকলের ব্যক্তিগত না না খুঁটিনাটি বিষয়ে ওঁ জিজ্ঞেস করেন। ওঁ আমাদের জিজ্ঞেস করে আমরা অরুণ জেটলির বন্ধু কি না, তাঁর (অরুণ জেটলি) খবর কী। যখন আমি তাঁর মৃত্যুসংবাদ দিই, সেই সময় তিনি (রাজা চার্লস) তাঁর পরিবারকে সমবেদনা জানানোর কথাও বলেন। পাশাপাশি আকাশ দীপের দিদির শারীরিক অবস্থার কথাও জিজ্ঞেস করেন তিনি।' বলে রাজীব শুক্ল।




















